সাসপেনশনের প্রতিবাদে সরব ডেরেক, লিখলেন “এই বিলও দ্রুত বদল হবে”
চলতি শীতকালীন অধিবেশন থেকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ন সাসপেন্ড করা হল
December 21, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

সংসদের চলতি শীতকালীন অধিবেশন থেকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ন সাসপেন্ড করা হল। সাসপেনশনের পরই প্রতিবাদে সরব হলেন সাংসদ।
টুইটারে নিজের সাসপেনশনের কথা উল্লেখ করে তিনি লিখলেন, “এর আগে যখন আমায় সাসপেন্ড করা হয়েছিলাম, তখন বিজেপি সরকার জোর করে কৃষি আইন চাপিয়ে দিচ্ছিল। তারপর কী হয়েছে, সেটা আমরা সকলেই জানি।”
এর সঙ্গেই তিনি যোগ করেন, “পার্লামেন্টের অধিবেশনকে বিজেপি উপহাসের বস্তুতে পরিণত করেছে, তার এবং বলপূর্বক ‘ইলেকশান ল বিল ২০২১’ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় আজ আমায় সাসপেন্ড করা হল।” পরিশেষে তিনি লেখেন, “আশা করি এই বিলও দ্রুত বাতিল হবে”।