অলৌকিক! হাজার চেষ্টাতেও শুকোচ্ছে না তারাপীঠের ‘জীবিত কুণ্ড’-র জল

December 12, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: তারাপীঠের জীবিত কুণ্ড—এক নাম, যার সঙ্গে জড়িয়ে আছে বহু পুরনো লোকবিশ্বাস, আধ্যাত্মিকতা আর অজানা রহস্য। দীর্ঘদিন পর ঘাট সংস্কারের কাজ শুরু হতেই প্রকাশ্যে এসেছে কুণ্ডের আসল কাঠামো। কিন্তু সেই কাঠামো ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা—হাজার চেষ্টা করেও কেন শুকোচ্ছে না কুণ্ডের জল?

জল তোলা হচ্ছে, তবু আবার ভরে উঠছে! সংস্কারের জন্য পুকুরের সমস্ত জল পাম্প করে বের করে দেওয়া হলেও দেখা গেছে— যতবার জল তোলা হচ্ছে, ততবারই পুনরায় জল ভরে উঠছে কুণ্ডে। দেখতে অনেকটা ডোবার মতো ঘাটের ভেতরের আসল কুণ্ডের গায়ে যেন লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি।

এই দৃশ্য ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া ভরে গেছে ভিডিও আর মন্তব্যে। বহু ভক্ত বলছেন— “এ মা তারার অলৌকিক মহিমা!”
মন্দির কমিটির সাফ কথা — ‘এমন ঘটনা এর আগেও হয়েছে’

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, “জীবিত কুণ্ডে আমরা যতবার সংস্কার করতে গিয়েছি, কোনও বারই পুরোপুরি জল মারা যায়নি। যে কারণেই এই ঘাটের নাম জীবিত কুণ্ড। ইতিহাস বলছে, এর জল কখনোই সম্পূর্ণ শুকোয় না।”

সেবায়েত পুলক চট্টোপাধ্যায় আরও জানান, “যে পুকুরটি ভক্তরা উপরে থেকে দেখে, সেটি আসল পুকুর নয়। তার নিচে রয়েছে জীবিত কুণ্ড। প্রায় ছ’মাস ধরে জল পাম্প করেও কুণ্ড শুকোতে পারেনি। ভক্তরা এটাকে অলৌকিক ঘটনা বলেই মনে করছেন।”

এই খবরের পরেই কুণ্ডের অলৌকিক জল দেখার আশায় তারাপীঠে ভিড় বাড়ছে চোখে পড়ার মতো।

অন্যটিকে ইতিহাস শিক্ষক সুব্রত মণ্ডল ভক্তদের বিশ্বাসকে সম্মান জানিয়ে যুক্তির দিকটি মনে করিয়ে বলেন, তারাপীঠ জলাশয়-সমৃদ্ধ এলাকা। জীবিত কুণ্ডের নিচে গভীর ভূগর্ভস্থ জলধারা থাকার সম্ভাবনা প্রবল। সেজন্যই হয়তো জল সম্পূর্ণ তোলা যাচ্ছে না। বিশেষজ্ঞদের পরীক্ষা নিরীক্ষায় বিষয়টি পরিষ্কার হতে পারে।”

জীবিত কুণ্ড ঘিরে বহু বছরের কাহিনি আবারও ফিরে এসেছে মানুষের আলোচনায়।
একদিকে মানুষের অটুট ভক্তি—মা তারার অলৌকিক শক্তির বিশ্বাস, অন্যদিকে বিশেষজ্ঞদের মতে মাটির নিচের জলধারা বা ভূতাত্ত্বিক প্রক্রিয়া। ‘জীবিত কুণ্ড’-র আসল রহস্য কি সেটা এখন সময় বলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen