‘পশ্চিমি দুনিয়াকে খুশি করতে দেশের সর্বনাশ’, জেল থেকে মুনিরকে তোপ ইমরানের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.০০: জেলবন্দি অবস্থাতেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। সেনাপ্রধানকে ‘মানসিক ভাবে অস্থির’ বলে কটাক্ষ করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার অভিযোগও তুললেন পিটিআই (PTI) প্রধান। তাঁর দাবি, কেবল পশ্চিমি দুনিয়াকে খুশি রাখতেই দেশের সর্বনাশ ডেকে আনছেন মুনির। মঙ্গলবার বোন উজমা খানের মাধ্যমে জেল থেকে এই কড়া বার্তা পাঠিয়েছেন ইমরান।
দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর মঙ্গলবার বোন উজমার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান ইমরান। এরপরই উর্দুতে এক্স হ্যান্ডলে দাদার বার্তা তুলে ধরেন উজমা। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর অভিযোগ, সেনাপ্রধানের ভুল নীতির কারণেই পাকিস্তান আজ বিপর্যয়ের মুখে এবং সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ইমরান বলেন, “জাতীয় স্বার্থ নিয়ে ওঁর (আসিম মুনির) কোনও মাথাব্যথা নেই। উনি যা করছেন তা কেবল পশ্চিমি বিশ্বকে তুষ্ট করার জন্য।”
ইমরান খান আরও দাবি করেন, আন্তর্জাতিক মহলে নিজেকে ‘মুজাহিদ’ প্রতিপন্ন করতে ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়েছেন মুনির। এমনকি নিজের দেশের নাগরিকদের ওপর ড্রোন হামলারও তীব্র নিন্দা করেছেন তিনি।
পাশাপাশি, জেলে নিজের দুর্বিষহ জীবনের কথাও তুলে ধরেছেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। তিনি জানান, তাঁকে সম্পূর্ণ বিচ্ছিন্ন (আইসোলেশন) করে রাখা হয়েছে। ইমরানের কথায়, “আমাকে এমন একটি সেলে রাখা হয়েছে যেখানে গত চার সপ্তাহ ধরে আমি কোনও মানুষের মুখ দেখিনি। বহির্বিশ্বের সঙ্গে আমার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।”