নির্দিষ্ট কোনও অভিযোগ ছাড়াই আটকে রেখেছিল দিল্লি পুলিশ, থানা থেকে বেরিয়ে বললেন দোলা সেন

নির্দিষ্ট কোনও অভিযোগ ছাড়াই আটকে রেখেছিল দিল্লি পুলিশ

April 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
নির্দিষ্ট কোনও অভিযোগ ছাড়াই আটকে রেখেছিল দিল্লি পুলিশ, থানা থেকে বেরিয়ে বললেন দোলা সেন

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নির্বাচন কমিশনের কাছে অভিযোগ এবং দাবি জানিয়ে বাইরে এসে ধর্নায় বসে পড়েন তৃণমূলের ১০ প্রতিনিধিদলের সদস্যরা। এরপর বিক্ষোভরত তৃণমূল সাংসদদের টেনে হিঁচড়ে বাসে তুলে মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছিল।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন বলেন, ‘দলে তিন জন মহিলা সাংসদ রয়েছেন। তা সত্ত্বেও ফৌজদারি দণ্ডবিধির কোন ধারায় রাত সাড়ে ১২টা পর্যন্ত আটকে রাখা হল, তা জানতে চাইছি আমরা। বলা হচ্ছে, আমরা স্বতন্ত্র (মুক্ত)। দিল্লি পুলিশ নাটক করে মাইকে ঘোষণা করছে, মুক্তি দেওয়া হলেও আমরা নাকি বিনা কারণে থানায় রয়েছি। কিন্তু থানার গেট বন্ধ। সাংসদদের তো ডানা নেই। যে উড়ে বন্ধ গেটের ও পারে চলে যাবেন।’ দোলা সেন আরও বলেন, ‘আমাদের দু’জন সাংসদ, নাদমুল হক এবং সাগরিকা রাতভর থানায় থাকার পরে বিশেষ প্রয়োজনে বাইরে বেরিয়েছিলেন। কিন্তু গেট বন্ধ করে তাঁদের আর ঢুকতে দেওয়া হয়নি। কেউ বেরোলে তিনি ঢুকতে পারবেন না। যাঁরা ভিতরে আছেন, তাঁরা বেরোতে পারবেন না। বুঝুন অবস্থা।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen