সুপারস্টার Dev-Subhashree জুটির সর্বশেষ ছবি “ধূমকেতু”, ঘোষণা হয়ে গেল মুক্তির দিন

টলিউডে অন্যতম প্রিয় জুটি দর্শকদের দেব-শুভশ্রী। ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে দেব-শুভশ্রী জুটি পরপর পাঁচটি ছবি উপহার দিয়েছে- ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকা ৪২০’, ‘খোকাবাবু’ এবং ‘রোমিও’-এই সব

May 24, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০: ২০: টলিউডে অন্যতম প্রিয় জুটি দর্শকদের দেব-শুভশ্রী। ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে দেব-শুভশ্রী জুটি পরপর পাঁচটি ছবি উপহার দিয়েছে- ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকা ৪২০’, ‘খোকাবাবু’ এবং ‘রোমিও’-এই সব সিনেমার গানগুলি ভক্তদের কাছে ভীষণ জনপ্রিয় এবং যে ট্র্যাকগুলি আজও প্লেলিস্টে রাজত্ব করে।

সুপারস্টার দেব অনেক নায়িকার সঙ্গে জুটি বাঁধলেও সিনেমাপ্রেমীরা মনে করে এখনও সেরা জুটি দেব-শুভশ্রী। তাঁদের আরেকটি ছবি “ধূমকেতু”র শুটিং শেষ হয়ে গেছিল ২০১৫ সালে। কোনও কারণে ছবিটি মুক্তি পাচ্ছিল না। এই “ধূমকেতু” হচ্ছে সর্বশেষ ছবি দেব-শুভশ্রী জুটি হিসেবে। ভক্তদের মধ্যে “ধূমকেতু” নিয়ে উন্মাদনা তুঙ্গে ২০১৫ থেকেই। অবশেষে গতকাল Dev Entertainment Ventures, পরিচালক কৌশিক গাঙ্গুলি “ধূমকেতু” মুক্তির দিন ঘোষণা করে দিয়েছেন।

পরিচালক কৌশিক গাঙ্গুলি লিখেছেন, “ধূমকেতুর মতোই হঠাৎ সোশাল মিডিয়ায় আজ সন্ধ্যায় দেখা মিললো পোস্টারের! ১৪ই অগাস্ট মুক্তি পাবে ধূমকেতু। অগনিত দর্শকের প্রলম্বিত অপেক্ষার ও শুভকামনার জোরে আজ এই দিনটা এলো! অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রত্যেককে। দীর্ঘ প্রতীক্ষার পরও এই ছবি যে চূড়ান্ত প্রাসঙ্গিক আজও এটাই ধূমকেতুর জোর। এই পোস্টার আমি ব্যক্তিগতভাবে প্রয়াত মেকআপ আর্টিস্ট বিক্রমজীকে উৎসর্গ করলাম। উনি না থাকলে পোস্টারের চরিত্রটা তৈরিই হতো না।”

প্রযোজক রানা সরকার জানান “এই ছবিটা সময় উত্তীর্ণ ছবি। যে কোনও সময়ে রিলিজ করতে পারে। যে কোনও সময়ে দেখার মতো ছবি। আমার রেকর্ড দেখলেই বোঝা যায় যে আমি যে ছবিই করি তা সময় উত্তীর্ণ হয়। ‘ধূমকেতু’ খুব সুন্দরভাবে বানানো। তাই আমি এবং আমরা সকলেই আশাবাদী, ছবিটা মানুষের ভালো লাগবে।”

আগামী ১৪ই আগস্ট,২০২৫ বহু প্রতীক্ষিত দেব-শুভশ্রী জুটির বাংলা সিনেমা “ধূমকেতু” মুক্তি পেতে চলেছে। এই খবর জানার পর থেকে সিনেমাপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। দেব এবং শুভশ্রী দুজনকেই পাওয়া প্রচারে জানান প্রযোজক রানা সরকার। চিরঞ্জিৎ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষকেও দেখা যাবে “ধূমকেতু” সিনেমায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen