রবিসন্ধ্যায় বিধ্বংসী আগুন মানিকতলার কারখানায়

October 26, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৪: ফের কলকাতায় অগ্নিকাণ্ড! ছুটির দিনে রবিবার সন্ধ্যায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায়। এদিন মানিকতলার এক কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল।

শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। হতাহতের কোনও খবর মেলেনি। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভাইফোঁটার দিন সকালে আমহার্স্ট স্ট্রিট এলাকার একটি প্রিন্টিং প্রেসে আগুন লাগে। ভিতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল। আশপাশের বেশ কিছু দোকানও ক্ষতির মুখে পড়ে।দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। প্রেস বন্ধ থাকায় বড় কোনও বিপদ ঘটেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen