হাওড়ার মর্ডান মঙ্গলাহাটের গুদামে বিধ্বংসী আগুন

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আটটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় বেগ পেতে হয় দমকলকে।

May 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
হাওড়ার মর্ডান মঙ্গলাহাটের গুদামে আগুন

রবিবার হাওড়ার মর্ডান মঙ্গলাহাটের গুদামে বিধ্বংসী আগুন লাগে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আতঙ্কে হুড়োহুড়ি শুরু করেছেন সেখানকার ব্যবসায়ীরা। প্রায় তিন হাজার ব্যবসায়ীর আছেন এই হাটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আটটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলেছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় বেগ পেতে হয় দমকলকে।

জানা গিয়েছে, মর্ডান মঙ্গলাহাটের তিনতলার গুদামে সকাল ৯টার দিকে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকান ও গুদামগুলোতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুদাম থেকে প্রথমে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। গুদামে প্লাস্টিক, কাগজ, এবং অন্যান্য দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত বিধ্বংসী রূপ নেয়।

দাহ্য পদার্থের কারণে আগুন নেভাতে বেশ সময় লাগে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দমকলের সঙ্গে সহযোগিতা করলেও, গুদাম ও পাশের দোকানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, কয়েক কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen