জল্পেশের শ্রাবণী মেলায় ঢল নামল ভক্তদের

জলপাইগুড়ি জেলার নানান প্রান্ত-সহ অন্য জেলা থেকেও প্রচুর ভক্ত মন্দিরে পুজো দিয়েছেন এদিন।

July 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জল্পেশের শ্রাবণী মেলা উপলক্ষ্যে উপচে পড়ল ভিড়। সকাল থেকে দলে দলে পুজো দিতে এলেন ভক্তরা। জলপাইগুড়ি জেলার নানান প্রান্ত-সহ অন্য জেলা থেকেও প্রচুর ভক্ত মন্দিরে পুজো দিয়েছেন এদিন। ট্রেনে চেপেও এসেছেন ভক্তরা।

বিপুল সংখ্যক ভক্ত সমাগম হওয়ায় প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক পদক্ষেপ করেছিল। তিস্তার ঘাট থেকে সমগ্র সার্করোড-সহ মন্দিরে যাওয়ার রাস্তা ও মন্দির প্রাঙ্গণ নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়ছিল। সকাল থেকে তিস্তা থেকে জল নিয়ে মন্দিরের উদ্দেশ্যে আসতে শুরু করেন ভক্তরা। জল্পেশ মন্দির কমিটির সম্পাদ গীরেন্দ্রনাথ দেব জানান, সকাল থেকে প্রচুর সংখ্যায় লোক আসতে শুরু করে। রাতে ব্যাপক ভিড় হয়। সিসি ক্যামেরায় নজরদারি চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen