মঙ্গলেই নামল ঢল, রেকর্ড ভিড়ের আশায় কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো উদ্যোক্তারা

গতকাল বিকেলে থেকেই কৃষ্ণনগরের বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে দর্শনার্থীদের লম্বা লাইনও পড়তে থাকে। অধিকাংশ দর্শনার্থীর দাবি, ভিড় এড়াতে আগেই ঠাকুর দেখে নিচ্ছে তাঁরা।

November 2, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ঢল, ছবি সৌজন্যেঃ ফেসবুক/ শিলাজিৎ ঘোষ

মঙ্গলবার সকাল থেকেই কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ঢল নামল। কৃষ্ণনগরের (Krishnanagar) অন্যতম বিখ্যাত পুজো চাষাপাড়া বারোয়ারি বুড়িমা পুজোতে ভিড় উপচে পড়েছিল কাল দুপুরেই। সন্ধে হতেই বাড়তে শুরু করে ভিড়। ভিড় নিয়ন্ত্রণ করতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। গোটা কৃষ্ণনগর শহরেই বিকেল চারটের পর থেকে যেকোনও রকম যান চালাচলে নিষেধাজ্ঞা ছিল। পুজো উদ্যোক্তারা মনে করছেন, জগদ্ধাত্রী পুজোর দিন কৃষ্ণনগরে রেকর্ড ভিড় হবে।

কৃষ্ণনগরে একদিনই জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja) হয়। সপ্তমী, অষ্টমী, নবমী তিনদিনের পুজো হয় একদিনেই। করোনার কাটিয়ে ফের হৈমন্তিকার আরাধনায় মাততে চলেছে শহরবাসী। পুজো একদিনের হলেও সোমবার সন্ধেবেলা থেকেই কৃষ্ণচন্দ্রের শহরে প্রতিমা দর্শন শুরু হয়ে গিয়েছিল। সোমবার সন্ধেতে একাধিক পুজোর উদ্বোধন হয়ে গিয়েছিল। একাধিক পুজো মণ্ডপে মঙ্গলবার থেকেই ভিড় জমতে শুরু হয়।

গতকাল বিকেলে থেকেই কৃষ্ণনগরের বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে দর্শনার্থীদের লম্বা লাইনও পড়তে থাকে। অধিকাংশ দর্শনার্থীর দাবি, ভিড় এড়াতে আগেই ঠাকুর দেখে নিচ্ছে তাঁরা। পুজো মণ্ডপগুলোর বাইরে সেলফি তুলতে দেখা যায় সাধারণ মানুষকে। অধিকাংশের মত, এবার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপগুলো দিনের বেলায় দেখার নয়। আলোকসজ্জা দেখতে রাতেই আসতে হবে।

পুজো উদ্যোক্তাদের সকলেরই বক্তব্য, চলতি বছর কৃষ্ণনগর খুব ভালো পুজো হচ্ছে। এবার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর থিম আর প্রতিমা চন্দননগরকেও ছাপিয়ে গিয়েছে। ​​অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে এবারের ভিড়। বুধবার সেই বাঁধভাঙা ভিড়ের প্রত্যাশাই করছেন পুজো উদ্যোগক্তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen