প্রথম ডিভিশনে অভিষেক ম্যাচেই পোর্টকে ৩-০ গোলে হারাল ডায়মন্ড হারবার

শুরুতেই পোর্টের আত্মঘাতী গোলে ১-০-এ এগিয়ে যায় ডায়মন্ড হারবার।

July 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: dhfc twitter

সোমবার মহেশতলার বাটা স্টেডিয়াম গ্রাউন্ডে প্রথম ম্যাচ খেলতে নামে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম ডায়মন্ড হারবার এফ সি। ৩-০ গোলে হারিয়ে দেয় কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের অভিজ্ঞ দল পোর্ট ট্রাস্টকে।

শুরুতেই পোর্টের আত্মঘাতী গোলে ১-০-এ এগিয়ে যায় ডায়মন্ড হারবার। ১৯ মিনিটে গোল করে ২-০ করেন তুহিন শিকদার। খেলা শেষের মুহূর্তে ৩ নম্বর গোল করেন ডায়মন্ড হারবারের সন্দীপ পাত্র। গোটা স্টেডিয়াম জুড়ে ডায়মন্ড হারবারের জার্সি ও পতাকা নিয়ে উপস্থিত ছিল সমর্থকরা।

প্রথম জয়ের পর উচ্ছসিত মোহনবাগান এবং কেৱল ব্লাস্টার্সের প্রাক্তন কোচ এবং ডায়মন্ড হারবার এফ সির বর্তমান কোচ ভিকুনা

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen