গোটা মরশুম অপরাজিত থেকে এক ম্যাচ বাকি থাকতেই আই লিগ ২ জয় DHFC-র

১৫ ম্যাচে কিবু ভিকুনার দলের সংগ্রহ ৩৭। ১১টি ম্যাচ জিতেছে তারা।

April 20, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
গোটা মরশুম অপরাজিত থেকে এক ম্যাচ বাকি থাকতেই আই লিগ ২ জয় DHFC-র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আই লিগে খেলার টিকিট আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শনিবার আই লিগ ২ চ্যাম্পিয়নও হল ডায়মন্ড হারবার এফসি। চানমারি এফসিকে ১-০ গোলে হারিয়ে খেতাব জিতল ডায়মন্ড হারবার। এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতল ডায়মন্ড হারবার। আই লিগ ২-এ এখনও পর্যন্ত অপরাজিত কিবু ভিকুনার দল।

মিজোরামের ক্লাব চানমারির সঙ্গে রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার আগে লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ডায়মন্ড হারবারের মাত্র এক পয়েন্ট দরকার ছিল। জিতেই চ্যাম্পিয়ন হল তারা। ৮৫ মিনিটে গোল করে ডায়মন্ড হারবারকে জয় এনে দেন রবি মাণ্ডি।

উল্লেখ্য, ১৫ ম্যাচে কিবু ভিকুনার দলের সংগ্রহ ৩৭। ১১টি ম্যাচ জিতেছে তারা। ড্র চারটিতে। আগামী ২৬ এপ্রিল, নৈহাটি স্টেডিয়ামে শেষ ম্যাচ খেলবে ডায়মন্ড হারবার। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু ইউনাইটেড।

ডায়মন্ড হারবারের ঐতিহাসিক জয়ের পর জন লেননের গান উদ্ধৃত করে এক্স হ্যান্ডলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘যখন আবেগের সঙ্গে অক্লান্ত পরিশ্রম মেশে, তখন কেউ আটকাতে পারে না। আজকের জয়ে ডায়মন্ড হারবার আই লিগ ২-এ চ্যাম্পিয়ন হল। এই সফরকে ঐতিহাসিক বললেও কম বলা হয়। আমাদের প্লেয়ার, কোচ কিবু ভিকুনা, সাপোর্ট দলের সদস্যকে কুর্নিশ। দলের যারা হৃদয় দিয়ে, পরিশ্রম করে এই সাফল্য এনে দিয়েছেন, তাদের সকলকে কুর্নিশ।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen