‘Captain Cool’-র ট্রেডমার্কের আবেদন ধোনির, কোন নতুন উদ্যোগ নিচ্ছেন মাহি?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১২:১৪: বাইশ গজে ধোনির মতো ঠান্ডা মাথার অধিনায়কের জুড়িমেলা ভার! দেশের জন্য বিশ্বকাপ, কুড়ি-বিশের ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি। ক্রিকেটপ্রেমী সমর্থক ও অনুরাগীরা তাঁকে ভালবেসে ‘ক্যাপ্টেন কুল’ বলে ডাকেন। এবার সেই ভালবাসার সম্বোধনের ট্রেন্ডমার্কের জন্য আবেদন করলেন ধোনি।

যত্রতত্র ‘ক্যাপ্টেন কুল’ ব্যবহার করা হচ্ছে! বিজ্ঞাপনের কপি রাইটিং থেকে দোকান, সংস্থার নামকরণ দেদার চলছে নামে ব্যবহার। এবার তার যথেচ্ছ ব্যবহারে ইতি টানতে চলেছেন খোদ মহেন্দ্র সিং ধোনি। ‘ক্যাপ্টেন কুল’-র ট্রেডমার্ক চেয়ে আবেদন করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ট্রেডমার্কস রেজিস্ট্রি পোর্টালের তথ্য অনুযায়ী, তাঁর আর্জি এই মুহূর্তে পর্যালোচিত হচ্ছে।
পোর্টালে ‘খেলার অনুশীলন, কোচিং ও পরিকাঠামো’ শীর্ষক ক্যাটাগরিতে ১৬ জুন ধোনির আবেদন নথিভুক্ত হয়। ধোনি আবেদন করেন ৫ জুন। এতেই জল্পনা তিনি কি কোনও সংস্থা বা ক্যাম্প খুলতে চলেছেন? হয়ত সেই সংস্থার নাম হবে তাঁর ভালবাসার নামে। উল্লেখ্য, এই একই নাম নিয়ে আরও একটি সংস্থা আর্জি জানিয়েছে। এখন দেখার ট্রেডমার্ক কার ঝুলিতে যায়।