কর্মবিরতির জেরে হচ্ছে না ডায়ালিসিস, অসহায় বৃদ্ধার ভরসা কেবল ঈশ্বর

বাগুইআটির সবিতা নাথ কিডনির রোগী। জল জমেছে পেটে। ফুলছে পা।

August 27, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাগুইআটির সবিতা নাথ কিডনির রোগী। জল জমেছে পেটে। ফুলছে পা। তাও তিনি হাসপাতালে আসার ভরসা পাননি। ঝামেলা কমার দিন গুনছেন। ছেলের কাঁধে ভর দিয়ে সোমবার পৌঁছেছিলেন আরজি করে। কিন্তু ডাক্তাররা জানিয়ে দিলেন, ডায়ালিসিসের চ্যানেল এখানে হবে না। লোক নেই। যেতে হবে এসএসকেএম। মাথায় বাজ ভেঙে পড়ল বৃদ্ধার।

আউটডোরের সামনে বসে এক জনপ্রিয় বাংলা দৈনিকের সাংবাদিককে তিনি সাক্ষাৎকারে জানান, “২২ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলাম। চারবার ডায়ালিসিস হয়েছে। ১ আগস্ট ছুটি দিয়ে ডাক্তারবাবু বলেছিলেন, আটদিন পর আবার আসতে হবে। অবস্থা বুঝে আবার ডায়ালিসিস হবে। হাসপাতালে ঝামেলা শুরু হওয়ায় ভয়ে এদিকপানে আসিনি। নার্সিংহোম যাওয়ার টাকাও নেই। আর না পেরে আজ এসেছিলাম। কিন্তু ডায়ালিসিসের চ্যানেল করারই লোক নেই! এত বড় হাসপাতালে! তাহলে কেমন পরিষেবা শুরু হয়েছে? ডাক্তারবাবু বললেন, পিজি হাসপাতাল থেকে ডায়ালিসিসের জন্য গলার কাছে চ্যানেল করিয়ে আনুন। ওটা দেখে উনি বলবেন, কবে ডায়ালিসিস হবে।”

বৃদ্ধার ছেলে শম্ভু নাথ বলেন, “পেট, হাত-পা ফুলে যাচ্ছে। পিজিতে বুধবার যাব। ওরা চ্যানেল করবে কি না জানি না। উপায় না হলে এখানেই ফিরতে হবে। আমরা গরিব মানুষ। আমাদের যন্ত্রণায় কার কী আসে যায় বলুন!” বৃদ্ধা বলে চললেন, তাঁকে আরও কিছুদিন বাঁচতে হবে। মরে গেলে ছেলেটা ভেসে যাবে। ওর এখনও বিয়ে হয়নি। সব ঠিক থাকলে আরও কয়েকবার ডায়ালিসিস হয়ে যেত। সুস্থ হয়ে যেতেন। জোড় হাতে আকাশের দিকে তাকিয়ে সবিতাদেবীর আকুতি, ‘কোনও অঘটন ঘটিও না ঠাকুর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen