পথ দেখিয়েছে ডায়মন্ডহারবার, এবার অভিষেকের ‘সেবাশ্রয়’ নন্দীগ্রামে
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৫: পথ দেখিয়েছে ডায়মন্ডহারবার। এবার সেই পথে হাঁটছে নন্দীগ্রাম। এক ডাকে অভিষেক’ নম্বরে ফোন করে নন্দীগ্রামের আম জনতা আর্জি জানাচ্ছিলেন, সেখানেও চালু হোক সেবাশ্রয় কর্মসূচি। এ বার সেই ‘সেবাশ্রয় প্রকল্প’কে রাজ্যের অন্যত্রও শুরু করার সিদ্ধান্ত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ‘তাৎপর্যপূর্ণ’ ভাবে সেই এলাকার নাম নন্দীগ্রাম। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র।
নন্দীগ্রামে অভিষেকের পরিকল্পনা প্রসূত ওই শিবির চালু হওয়া মানে একদিকে সরাসরি শুভেন্দুর কেন্দ্রে গিয়ে তাঁকে চ্যালেঞ্জ জানানো। এবং একইসঙ্গে নন্দীগ্রামের মানুষকেও বোঝানো যে, সরকার এবং পরিষেবা সকলের জন্যই। তাঁরা গতবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দুকে ভোট দিতে জেতালেও সরকার এবং শাসকদলের অন্যতম শীর্ষনেতা তাঁদের ওই পরিষেবা থেকে ‘ব্রাত্য’ করে রাখছেন না।
আপাতত ঠিক হয়েছে, জানুয়ারির ১৫ তারিখ থেকে নন্দীগ্রামের দু’টি ব্লকে ওই শিবির শুরু হবে। বলা বাহুল্য, অভিষেক নিজেও ওই শিবিরে যাবেন। নইলে যে লক্ষ্য নিয়ে নন্দীগ্রামে ওই শিবির চালু করা হচ্ছে, সেই ঈপ্সিত লক্ষ্যে পৌঁছোনো তত সহজ না-ও হতে পারে। দ্বিতীয়ত, যেহেতু মূল সেবাশ্রয়ের পরিকল্পনা অভিষেকেরই মস্তিষ্কপ্রসূত এবং নন্দীগ্রামে ওই শিবির চালু করার ভাবনাও তাঁরই, তাই তাঁর নিজের উপস্থিতি সেখানে প্রয়োজনীয়। তবে শিবির শুরুর দিন অভিষেক সেখানে যাবেন না কি শিবির শেষে জনসভা করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। জানুয়ারির ৩ তারিখ থেকে উত্তরবঙ্গ দিয়ে তাঁর জেলা সফর শুরু করবেন অভিষেক। তার আগে ২ তারিখে তিনি যাবেন বারুইপুরেও। জানুয়ারির মাঝামাঝি তাঁর পূর্ব মেদিনীপুরে জনসভার কর্মসূচি রয়েছে। এমনও হতে পারে যে, সেই সভা থেকেই তিনি নন্দীগ্রামে ‘সেবাশ্রয় শিবির’ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা করবেন।