সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিভিন্ন প্রান্ত

পৈলান থেকে একেবারে হটুগঞ্জ পর্যন্ত এলাকা ডায়মন্ড হারবার পুলিশ জেলার অধীনে।

April 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিভিন্ন প্রান্ত।নজরদারি বৃদ্ধিতে ৫০০ সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে গোটা এলাকা। ২০০ জুম ক্যামেরা ও ৩০০ বুলেট ক্যামেরা বসানো হবে। ১১৭ নম্বর জাতীয় সড়ক ও বিভিন্ন থানা এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা নজরবন্দি থাকবে। এ জন্য সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে।

পৈলান থেকে একেবারে হটুগঞ্জ পর্যন্ত এলাকা ডায়মন্ড হারবার পুলিশ জেলার অধীনে। জাতীয় সড়ক ছাড়াও গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে যার অধীনে। এর মধ্যে কোথাও কোথাও সিসি ক্যামেরা থাকলেও তা নষ্ট হয়ে গিয়েছে। আবার অনেক জায়গায় ক্যামেরা নেই। পুলিশ ও প্রশাসনের নজরদারিতে চালাতে হচ্ছিল। গোটা পুলিশ জেলায় সিসি ক্যামেরাগুলি বসানোর আবেদন করা হয়। সরকার অনুমোদন দিয়েছে।

ক্যামেরাগুলো রাতেও স্পষ্ট ছবি তুলতে পারবে। পুলিশের মতে, অপরাধ নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সুবিধা হবে। সিসি ক্যামেরা দিয়ে কন্ট্রোল রুম থেকে নজরদারি করা হবে। পুলিশি তদন্তেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদ্যোগ অপরাধ প্রবণতা কমাতেও সাহায্য করবে বলে মনে করছে প্রশাসনের কর্তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen