বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক ডায়মন্ড হারবারের যুবক, খবর পেয়েই প্রতিনিধি পাঠাচ্ছেন অভিষেক
বছর ২৬-এর বাবাই সর্দার বছর দু’য়েক আগে কাজের জন্য মুম্বইয়ে গিয়েছিলেন। গত আট দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবার।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০.২০: বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটকে রাখা হয়েছে ডায়মন্ড হারবারের এক যুবককে, উঠেছে এই অভিযোগ। মুম্বইয়ের বান্দ্রায় বেশ কয়েক জন বাঙালি পরিযায়ী শ্রমিককে আটক করে রাখার ঘটনা প্রকাশ্যে আসে শুক্রবার। জানা গিয়েছে, আটকদের মধ্যে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের এক জন।
বিজেপি শাসিত রাজ্যগুলিকে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হচ্ছে, গত কয়েকদিন ধরে এই অভিযোগে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুরের জুলপিয়া গ্রামের এক পরিযায়ী শ্রমিকের পরিবারের দাবি ঘিরে শোরগোল পড়ল শনিবার। ওই গ্রামের বাসিন্দা বছর ২৬-এর বাবাই সর্দার বছর দু’য়েক আগে কাজের জন্য মুম্বইয়ে গিয়েছিলেন। গত আট দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবার।
যেহেতু ওই এলাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অধীনে। সেই খবর পেয়ে শনিবার তড়িঘড়ি মহারাষ্ট্রে দূত পাঠাচ্ছেন অভিষেক। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওই শ্রমিককে উদ্ধার করতে বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকে নির্দেশ দেন অভিষেক। তড়িঘড়ি কাটা হয় বিমানের টিকিট। স্থানীয় নেতা পলাশ মণ্ডলকে মুম্বই পাঠাচ্ছে তৃণমূল। তাঁর সঙ্গে যাচ্ছেন আরও তিন জন। শনিবার সন্ধ্যা ৭টার বিমানে কলকাতা থেকে রওনা হচ্ছেন বিষ্ণুপুরের তৃণমূল নেতারা।