সংসদের ডায়েরী – ১৯শে সেপ্টেম্বর

করোনা এবং লকডাউনের ফলে দেশের লক্ষ লক্ষ মানুষ আজ ক্ষতির মুখে।

September 19, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

অসংগঠিত সাহায্য

করোনা এবং লকডাউনের ফলে দেশের লক্ষ লক্ষ মানুষ আজ ক্ষতির মুখে। বিশেষত অসংগঠিত ক্ষেত্রে বিভিন্ন শ্রমিক, তাঁতশিল্পী, বস্ত্রশিল্পী আজ সঙ্কটের মুখে। তাদের পাশে দাঁড়াতে আজ কেন্দ্রকে আর্জি জানালেন ডেরেক ও’ব্রায়েন। তাঁর মতে, পুজোর মরশুম এই শিল্পীদের আয়ের সময়। তাই, তাদের পাশে দাঁড়ানো উচিত

স্টপওয়াচ

করোনার গেরোয় কাটছাঁট হয়েছে সংসদের কার্যপ্রণালীতে। কম সময়ে অনেক কাজ সারতে হচ্ছে। যার ফলে সদস্যদের সংক্ষেপে বক্তব্য রাখতে বলা হয়েছে। তাই ঘড়ি ধরে বক্তব্য রাখতে স্টপওয়াচ ব্যবহার শুরু করলেন তৃণমূল সাংসদরা। দীনেশ ত্রিবেদী আর ডেরেক ও’ব্রায়েন আজ ঘড়ি ধরে সময় দেখে আলোচনায় অংশ নিলেন।

রাজ্যকে কাজ করতে দিন

করোনা অতিমারি মোকাবিলার নাম করে রাজ্যের ক্ষমতা খর্ব করতে চাইছে কেন্দ্র। আজ এই ভাষাতেই মোদি সরকারকে আক্রমণ করলেন ডেরেক ও’ব্রায়েন। তার বক্তব্য, কেন্দ্র শুধু ঢাক পেটাতে ভালোবাসে। তাদের উচিত রাজ্যগুলির থেকে কাজ শেখা। কেন্দ্র তাদের কাজ করুক, রাজ্য সরকারকে তাদের কাজ করতে দেওয়া উচিত

সব ভাষাই সমান

কেন্দ্রের ত্রিভাষা নীতির ফলে হিন্দি জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা সব ভাষাকেই সম্মান করি কিন্তু নিজের মাতৃভাষাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই ভাষাতেই আজ কর্ণাটকের মাণ্ড‍্যর সাংসদ সুমলতা অম্বরীশ। তাঁর সাফ কথা, সব ভাষা ও সংস্কৃতিকে মান্যতা দিতে হবে। আমি গর্বিত কন্নডিগা এবং গর্বিত ভারতীয়, বলেন সাংসদ

রাস্তা বেহাল

বীরভূমে জাতীয় সড়ক ১৪-র অবস্থা খুব খারাপ, যার ফলে পথ দুর্ঘটনা বাড়ছে। সাংসদ শতাব্দী রায় আজ কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেন রাস্তা অবিলম্বে সারানোর জন্য, যাতে লাল ফিতের ফাঁসে আটকে না থাকে এই কাজ।

গোর্খাল্যান্ড চাই

আজ লোকসভায় দার্জিলিঙের সাংসদ আবারও গোর্খাল্যান্ড নিয়ে সরব হলেন। তিনি বলেন, এই সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান চাই, এবং পাহাড়, তরাই, ডুয়ার্সের মানুষকে ন্যায় দিতে হবে।

রাজা, তোমার কাপড় কোথায়

রাজা, তোমার কাপড় কোথায়। বিখ্যাত এই কবিতার লাইনেই মোদি সরকারকে বিদ্ধ করলেন মহুয়া মিত্র। পিএম কেয়ার্স নিয়ে আলোচনায় তিনি বলেন এই ফান্ড যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে খর্ব করে। রাজ্যের অধিকার নিয়ে সরব হয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ করলেন মহুয়া

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen