সংসদের ডায়েরী – ২৩শে সেপ্টেম্বর

বিরোধীদের প্রতি অনুরোধ ভেঙ্কাইয়া নাইডুর।

September 23, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সংসদের মধ্যেই বিরোধীদের প্রতিবাদের অনুরোধ

প্রতিবাদ করা বিরোধীদের অধিকার, সংসদ কক্ষই প্রতিবাদের সবচেয়ে উপযুক্ত স্থান। সংসদের বাইরে অধিবেশন প্রত্যাহার করা উচিৎ। বিরোধীদের প্রতি অনুরোধ ভেঙ্কাইয়া নাইডুর।

জম্মু-কাশ্মীর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিল থেকে বাদ গেল পাঞ্জাবি

জম্মু কাশ্মীর মহারাজা রঞ্জিত সিংহের রাজ্য। তখন থেকেই লক্ষ লক্ষ পাঞ্জাবির বাস জম্মু – কাশ্মীরে। এতদিন পর্যন্ত জম্মু – কাশ্মীরের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজে পাঞ্জাবি ছিল। এবার তা বাদ পড়ল। ক্ষোভ অকালি দলের সাংসদ নরেশ গুজরালের।

বিরোধীদের অনুপস্থিতিতেই রাজ্যসভায় পাশ করানো হল কর্মী ছাঁটাই করার হাতিয়ার

সম্পূর্ণ বিরোধী শূণ্য ভাবে লেবার কোডের তিনটি বিল ১. অকুপেশনাল সেফটি, হেলথ এন্ড ওয়ার্কিং কন্ডিশন কোড ২০২০ ২. দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশান কোড ২০২০ ৩. দ্য কোড অন সোশ্যাল সিকিউরিটি বিল ২০২০ আজ পাস হল রাজ্যসভায়। প্রশস্ত করা হল কর্মী ছাঁটাইয়ের পথ।

বিরোধীদের অনুরোধ সত্ত্বেও তাদের অনুপস্থিতিতে পাস হল কর্মী ছাঁটাইয়ের তিন বিল

বিরোধীদের অনুপস্থিতে পাশ না করানোর আর্জি জানিয়ে ভেঙ্কাইয়া নাইডুকে চিঠি লেখেন বিরোধী দলের সাংসদরা। তারপরেও সেসব অগ্রাহ্য করে বিরোধী শূণ্য ভাবে পাস হল তিন কর্মী বিরোধী বিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen