কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল সাংসদ দিব্যেন্দুর বিরুদ্ধে

শনিবার সভার আগে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল

December 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিজেপি-র ‘সুশাসন দিবস’ উপলক্ষে কাঁথির ডরমেটরি মাঠে সভা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শনিবার সেই সভার আগে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল। আবার জোড়াফুল শিবিরের বিরুদ্ধে কাঁথিতে বিজেপি-র পোস্টার ছেঁড়ার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।


তৃণমূলের দাবি, শুক্রবার রাতে কাঁথির জুনপুট মোড় সংলগ্ন এলাকায় বেশ কয়েক জন তৃণমূল কর্মী সমর্থক বসেছিলেন। সেই সময় কয়েক জন বিজেপি কর্মী ওই এলাকায় পৌঁছলে দু’পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি গাড়ি থেকে নামলে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও নেমে পড়েন। এর পর বাহিনীর জওয়ানরা কয়েক জন তৃণমূল কর্মীকে মারধর করে বলে অভিযোগ। কয়েক জন জখম হন। তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


এ নিয়ে তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি বলেন, ‘‘এলাকার কয়েক জন যুবকের ঝামেলার মধ্যে আচমকা ঢুকে পড়েন সাংসদ দিব্যেন্দু। প্রথমে তাঁর বড়দা কৃষ্ণেন্দু অধিকারী গিয়ে মিটমাট করে দেন। এর পর সাংসদ দিব্যেন্দু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এসে ধাক্কাধাক্কি শুরু করে। এ ভাবে কেন্দ্রীয় বাহিনীর যথেচ্ছ ব্যবহার লজ্জাজনক। এ নিয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen