পিতৃদত্ত নাম বদলেছিলেন মেঘনাদ সাহা?

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হিন্দুদের ধর্মীয় গোঁড়ামি মেঘনাথের জীবনকে নরকে পরিণত করেছিল।

February 16, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বরেণ্য বিজ্ঞানী মেঘনাথ সাহা, তাঁর গোটা জীবনে বারবার জাতিগত বৈষম্যের শিকার হয়েছেন। এমনকি সরস্বতী পুজোর সময়তেও সহপাঠীদের বৈষম্যের শিকার হতে হয়েছিল তাঁকে। হয়ত এই কারণেই নিজের নাম বদলে ফেলেছিলেন তিনি।

জানা যায়, যেদিন তিনি জন্মেছিলেন সেদিন তুমুল ঝড়-বৃষ্টি চলছিল। প্রচণ্ড ঝড়-জলের তাণ্ডবের মধ্যেই তাঁর জন্ম। হিন্দু পুরাণ অনুযায়ী, ঝড়-জলের দেবতা হলেন ইন্দ্র। দেবরাজ ইন্দ্রের নামানুসারে নবাগতের নাম রাখা হয়েছিল মেঘনাথ।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হিন্দুদের ধর্মীয় গোঁড়ামি মেঘনাথের জীবনকে নরকে পরিণত করেছিল। বিরক্ত এতটাই চলে এসেছিল যে, তিনি নিজের নাম পাল্টে রেখেছিলেন মেঘনাদ, অর্থাৎ ইন্দ্রজিৎ। তিনি দেবতা নন, রাক্ষসদের প্রতিনিধি। বস্তুত সমাজের নীচু তলার প্রতিনিধি হিসেবেই নিজেকে দেখতে চাইতেন তিনি। সেই থেকেই গোটা পৃথিবী তাঁকে মেঘনাথ নয়, মেঘনাদ নামে চেনে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen