শুল্কের ভয়ে ফোন করেছিলেন মোদী? আবারও বিস্ফোরক দাবি ট্রাম্পের

November 21, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৫৪: ভারত-পাক যুদ্ধ থামানো থেকে রাশিয়ার থেকে তেল কেনা, একের পর এক ইস্যুতে মোদীকে নিয়ে বিস্ফোরক দাবি করেই চলেছেন ট্রাম্প। এবার ভারত-পাক সংঘাত ইস্যুতে নয়া দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন-সৌদি বিনিয়োগ মঞ্চের এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, অপারেশন সিঁদুর চলাকালীন ভারত এবং পাকিস্তান দুই দেশের উপরই ৩৫০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তারপর নাকি মোদী ফোন করে জানান, ভারত যুদ্ধ করবে না।

বার বার ভারত-পাক সংঘর্ষবিরতির কৃতিত্ব দাবি করছেন ট্রাম্প। নয়াদিল্লি তাঁর দাবি খারিজ করেছে বহুবার। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট কার্যত অনড়। সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের উপস্থিতিতেই আবারও তিনি দাবি করলেন, “আমি তো সোজা বলে দিয়েছিলাম, তোমরা যুদ্ধ চালিয়ে যেতেই পারো। কিন্তু আমি এবার ৩৫০ শতাংশ শুল্ক বসিয়ে দেব। রাজস্ব সচিব স্কট বেসেন্টকেও বিষয়টা জানিয়ে রেখেছিলাম।”

ট্রাম্পের দাবি, বিপুল অঙ্কের শুল্কের ভয়ে ভারত এবং পাকিস্তান সরে আসে যুদ্ধ পরিস্থিতি থেকে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফোন করেন ট্রাম্পকে। তারপর ট্রাম্পকে ফোন করে নাকি মোদী জানিয়ে দেন, ভারত আর যুদ্ধের পথে হাঁটবে না। উল্লেখ্য, ভারত-পাক সংঘর্ষবিরতি দিন থেকেই বার বার এই বিষয়ে কৃতিত্ব দাবি করে আসছেন ট্রাম্প। যদিও ভারত সাফ জানিয়েছে, যুদ্ধবিরতিতে তৃতীয়পক্ষ মধ্যস্থতা করেননি। কিন্তু ট্রাম্প থামছেন না কোনও মতেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen