বিজেপিতে পাত্তা পেলেন না দীনেশ? একুল ওকুল, দুকুল গেল প্রাক্তন সাংসদের?

দীনেশের পদত্যাগের দিনেই গুজরাতের রাজ্যসভার দুটি আসনে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

February 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

একুল ওকুল, দুকুল গেল দীনেশ ত্রিবেদীর(Dinesh Trivedi)। গুজরাট(Gujarat) থেকে রাজ্যসভার দুই সাংসদের নির্বাচনের জন্য নোটিফিকেশন জারি হওয়ার দিনেই রাজ্যসভারrajya Sabha) অধিবেশন কক্ষে দাঁড়িয়ে নাটকীয় ভাবে তৃণমূলের(TMC) বিরুদ্ধে বিষোদগার করে সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী। যাবতীয় নিয়মবহির্ভূতভাবে ইস্তফা হলেও, গতকাল সরকারিভাবে তার গৃহীত হয়েছে।

কিন্তু দিল্লির রাজনৈতিক মহলের খবর অনুযায়ী, গুজরাট থেকে কয়েক দিনের মধ্যেই ফের আরও একবার রাজ্যসভার সাংসদ হয়ে ফিরে আসার যে পরিকল্পনা করে তৃণমূল ছেড়েছিলেন দীনেশ ত্রিবেদী, তা মাঠে মারা গেল।

তৃণমূল ত্যাগী গুজরাতি দীনেশ ত্রিবেদীকে গুরুত্ব না দিয়েই গুজরাট বিজেপির পক্ষ থেকে রাজ্যসভার ২টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়ে গিয়েছে। বিজেপি মনোনীত দুই প্রার্থীর মধ্যে একজনের নাম আবার দীনেশ।

দীনেশের পদত্যাগের দিনেই গুজরাতের রাজ্যসভার দুটি আসনে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে রাজ্যসভা আসনে যে ২টি মনোনয়ন দিয়েছে বিজেপি, তাতে নাম নেই তাঁর। ওবিসি মোর্চার সভাপতি দীনেশ অনবৈদ্য এবং রাম মোকারিয়াকেই মনোনিত করেছে গেরুয়া শিবির। ১ মার্চ রাজ্যসভায় গুজরাতের ২টি আসনে ভোটাভুটি হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen