ক্যান্সারে মৃত্যু ভারতীয় এই পর্ন ভিডিওর নায়িকার? ইন্সটা পোস্ট ঘিরে রহস্য

জানানো হয়েছে মাত্র ৩২ বছর বয়স্ক অভিনেত্রীর মৃত্যুর কারণ সার্ভিকাল ক্যান্সার।

February 2, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Instagram/poonampandeyreal

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শুক্রবার সকালে বলিউড পর্ন ভিডিওর নায়িকা পুনম পান্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অভিনেত্রীর মৃত্যুর হৃদয়বিদারক সংবাদ শেয়ার করা হয়েছে। জানানো হয়েছে মাত্র ৩২ বছর বয়স্ক অভিনেত্রীর মৃত্যুর কারণ সার্ভিকাল ক্যান্সার।

অভিনেত্রী তার সাহসী ফটোশুটের কারণে স্পটলাইটে ছিলেন এবং তার সাহসী আচরণের জন্য ব্যাপকভাবে স্বীকৃত ছিলেন। তবে কয়েকটি ছবিতেও দেখা গেছে এই অভিনেত্রীকে।

ছবি সৌজন্যে: Instagram/poonampandeyreal

পুনম পান্ডে ২০১৩ সালে একটি শর্ট ফিল্ম ‘দ্য আনক্যানি’ দিয়ে তার অভিনয় জীবন শুরু করেছিলেন কিন্তু পরে, তিনি হিন্দি ছবি ‘নাশা’ দিয়ে তার বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন যা ২০১৩ সালে মুক্তি পেয়েছিল।

ছবি সৌজন্যে: Instagram/poonampandeyreal

অভিনেত্রী ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভোজপুরি চলচ্চিত্র ‘আদালত’ এর মতো বিভিন্ন ভাষার চলচ্চিত্রেও ভূমিকা পালন করেছেন এবং 2015 সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু চলচ্চিত্র ‘মালিনী অ্যান্ড কোং’-এ প্রধান ভূমিকা পালন করেছেন।

ছবি সৌজন্যে: Instagram/poonampandeyreal

অভিনেত্রীকে 2017 এবং 2018 সালে যথাক্রমে ‘জিএসটি- গলতি সির্ফ তুমহারি’ এবং ‘দ্য জার্নি অফ কর্ম’-এর মতো অন্যান্য হিন্দি ছবিতেও দেখা গিয়েছিল।

ছবি সৌজন্যে: Instagram/poonampandeyreal

এই বছরগুলিতে, ‘ভালোবাসা বিষ’ এবং ‘আ গেল হিরো’ গানেও বিশেষ উপস্থিতি করেছেন এই অভিনেত্রী। বড় পর্দা ছাড়াও, পুনম পান্ডেকে টেলিভিশনে ‘ফিয়ার ফ্যাক্টর: খতরন কে খিলাড়ি 4’ এবং ‘লক আপ’-এর মতো বেশ কয়েকটি রিয়েলিটি শোতেও দেখা গেছে। এমনকি তিনি ‘টোটাল নাদানিয়ান’ এবং ‘পেয়ার মহব্বত সশহ’-এর মতো দৈনিক সিরিয়ালেও অভিনয় করেছিলেন।

ছবি সৌজন্যে: Instagram/poonampandeyreal

পুনম পান্ডে স্যাম বোম্বেকে বিয়ে করেন এবং ২০২০ সালে তাদের বিয়ের পরপরই পুনম তাকে গার্হস্থ্য হিংসার অভিযোগ করার পর তারা আলাদা হন ।

ছবি সৌজন্যে: Instagram/poonampandeyreal
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen