বারাণসীতেও জাল ভোটার দিয়ে ভোট হয়নি তো? রাহুলকে খুঁজে বের করতে পরামর্শ অভিষেকের

বৃহস্পতিবার রাতে বিরোধী দলনেতা হিসেবে পাওয়া রাহুল গান্ধীর সরকারি বাংলোয় বসেছিল ‘ইন্ডিয়া’ জোটের নৈশভোজ বৈঠক। আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুলই।

August 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০.১২: কর্ণাটকের বেঙ্গালুরু-সেন্ট্রাল এবং মহাদেবপুরা বিধানসভায় জালিয়াতি করেই ভোট জিতেছে বিজেপি, অভিযোগের এই ‘অ্যাটম বোমা’ ইতিমধ্যেই ফাটিয়েছেন রাহুল। তবে এখানেই থেমে গেলে চলবে না। গোটা দেশের আরও কয়েকটি কেন্দ্রে তা করতে হবে বলেই বিরোধীদের বৈঠকে আলোচনা হয়েছে। বিশ্বস্ত সূত্রে খবর, রাহুল গান্ধীকে (Rahul Gandhi) অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) প্রস্তাব দিয়েছেন, নরেন্দ্র মোদীর (Narendra Modi) কেন্দ্র বারাণসীতেও (Varanasi) জাল, ডুপ্লিকেট বা প্রথমবারের ভোটার দিয়ে ভোট হয়নি তো? বিশ্লেষণ করুন। খুঁজে বের করুন খুঁত।

অভিষেকের মতে, অনেক আগেই এই জাল ভোটার ইস্যু ধরা উচিত ছিল। ঠিক যেভাবে তৃণমূল (TMC) করেছে। বাংলায় ভোট ২০২৬। কিন্তু চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ডুপ্লিকেট এপিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে সরব হয়েছিলেন। ফলে কংগ্রেসের আগেই সজাগ হওয়া উচিত ছিল। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা ভোটে বারাণসীতে কংগ্রেস প্রার্থী অজয় রাইকে ১ লক্ষ ৫২ হাজার ৫১৩ ভোটে হারিয়ে জিতেছিলেন নরেন্দ্র মোদী। এদিকে, রাহুল গান্ধীকে রীতিমতো হুমকি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কর্ণাটক ইস্যুতে রাহুলের বোমায় ‘আহত’ কমিশন বলেছে, হয় যা দাবি করেছেন তা লিখিত জমা দিন। নয়ত কমিশনের নামে বিভ্রান্তি ছড়ানোর জন্য প্রকাশ্যে ক্ষমা চান।

বৃহস্পতিবার রাতে বিরোধী দলনেতা হিসেবে পাওয়া রাহুল গান্ধীর সরকারি বাংলোয় বসেছিল ‘ইন্ডিয়া’ জোটের নৈশভোজ বৈঠক। আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুলই। হাজির ছিলেন লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন। নৈশভোজের আট গোল টেবিলের একটিতে বসেছিলেন অভিষেক, তেজস্বী, মেহবুবা মুফতি, কানিমোঝি, সুপ্রিয়া সুলে, সঞ্জয় রাউত, আদিত্য থ্যাকারে, ডেরেক। সেখানেই একটি চেয়ার টেনে নিয়ে অভিষেকের ঠিক পাশেই বসেন রাহুল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen