জগন্নাথদেবের মন্দির উদ্বোধন উপলক্ষ্যে জগৎবিখ্যাত চন্দননগরের আলোয় সেজে উঠেছে দীঘা
সাজ সাজ রব গোটা দীঘায়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাজ সাজ রব গোটা দীঘায়। আজ মহাযজ্ঞ। জগন্নাথদেবের মন্দিরের উদ্বোধন আগামীকাল অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে। বাংলার সৈকতশহর তথা গোটা বাংলাজুড়ে উন্মাদনা তুঙ্গে। সমুদ্র শহর রঙিন আলোয় সেজে উঠেছে। চন্দননগর বিখ্যাত আলোয় সাজিয়ে তোলা হয়েছে সৈকত শহর দীঘাকে।
দীঘার প্রবেশদ্বার থেকে জাহাজবাড়ি পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা জুড়ে এলইডি আলোয় মোট ৮টি বোথ সাইড তোরণ তৈরি হয়েছে। আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রভু জগন্নাথ, বলরাম, ও সুভদ্রাকে। শঙ্খ, চক্র, পদ্ম সব কিছুই তৈরি হয়েছে আলো দিয়ে। আলোর তোরণ ছাড়াও। জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার ১৫০ টি আলোর বোর্ড লাগানো হয়েছে সমুদ্র সৈকত জুড়ে। চৈতন্যদেবকে ফুটিয়ে তোলা হয়েছে আলোর মাধ্যমে। চন্দননগরের আলোকশিল্পী জয়ন্ত দাস গত ১৭ এপ্রিল থেকে টানা কাজ করেছেন তাঁর সহকর্মীদের নিয়ে। প্রায় মাস খানেক ধরে চন্দননগর লাইট হাবে এই কাজ চলেছে। ৬০ থেকে ৭০ জন শ্রমিক দিনরাত পরিশ্রম করেছেন।
উল্লেখ্য, আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারাও একে একে পৌঁছে যাচ্ছেন। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সৈকত নগরীতে।