দিঘার জগন্নাথ মন্দিরের জন্য সরকারি ট্রাস্ট গঠন করা হল, অক্ষয় তৃতীয়ায় মন্দির উদ্বোধন

দিঘার জগন্নাথ মন্দিরের জন্য সরকারি ট্রাস্ট গঠন করা হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

February 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দির। আগের দিন অর্থাৎ ২৯ এপ্রিল থেকে মন্দির চত্বরে শুরু হবে যজ্ঞ। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


দিঘার জগন্নাথ মন্দিরের জন্য সরকারি ট্রাস্ট গঠন করা হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান, দিঘার জগন্নাথ মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করা হয়েছে। এদিন ক্যাবিনেটের বৈঠকে ওই ট্রাস্ট পাশও করানো হয়। মন্দির ট্রাস্টের চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। ২৭ জনের কমিটিতে ইসকন, পুরীর জগন্নাথ মন্দির, দিঘার মাসির বাড়ি, কালীঘাট মন্দির, রামকৃষ্ণ মিশন-সহ একাধিক প্রতিষ্ঠানের একজন করে সদস্যকে রাখা হয়েছে। শীঘ্রই কালীঘাটের স্কাইওয়াকেরও উদ্বোধন হবে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী জানান, দিঘায় মন্দিরের উদ্বোধন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত ট্রাস্টি বোর্ডের বৈঠকে চূড়ান্ত হবে। তাঁর কথায়, “আমি অযথা হাইপ তুলতে চাই না। আমার যতটুকু ক্ষমতা, তার মধ্যে থেকেই আমি কাজ করতে চাই।” মুখ্যমন্ত্রী এদিন বলেন, প্রতি বছর দিঘায় লক্ষ লক্ষ মানুষ বেড়াতে যান। এবার এই জগন্নাথ মন্দির দিঘার পর্যটন ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে। ধর্মীয় বিশ্বাস ও সমুদ্রস্নানের টানে পর্যটনের নয়া গন্তব্য হয়ে উঠতে চলেছে দিঘা৷
এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, “আমরা গঙ্গাসাগরে পাঁচ-ছ’দিন ধরে নজরদারি চালাই, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।” পাশাপাশি, কুম্ভমেলার সময় পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যুর বিষয়টিও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, “এই ধরনের ধর্মীয় সমাবেশের জন্য সঠিক পরিকল্পনা থাকা দরকার।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen