বিশেষ আলোয় সেজে উঠবে দীঘার জগন্নাথ মন্দির
মন্দির প্রাঙ্গণে সন্ধ্যেবেলায় জগন্নাথদেব এবং সমুদ্রকে সামনে রেখে নৈসর্গিক পরিবেশ উপভোগ করতে চান অনেকে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকেই সৈকতনগরীতে জনস্রোত আছড়ে পড়েছে। এবার মেটালিক ইলুমিনেটিং ল্যাম্পের আলোয় সেজে উঠতে চলছে মন্দির।
মন্দির জুড়ে ১২টি দিয়াস্তম্ভ আছে। এবার সেগুলিতে ৬৭২টি ধাতব বাতি লাগাবে হিডকো। প্রত্যেকটিতে জ্বলবে ৫৬টি প্রদীপ। এগুলিকেই বলা হচ্ছে মেটালিক ইলুমিনেটিং ল্যাম্প।
সন্ধ্যা নামতেই আলোয় সেজে উঠবে গোটা এলাকা। যা পর্যটকদের আরও আকর্ষিত করবে। মেটালিক ইলুমিনেটিং ল্যাম্প মন্দিরের সৌন্দর্য বাড়াবে।
জগন্নাথ মন্দির গড়ে উঠতেই পর্যটন ও কর্মসংস্থান পাল্লা দিয়ে চলছে। বিদেশ থেকে পর্যটকরাও
মন্দির দেখতে আসছেন। দীঘাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করা হচ্ছে। মন্দিরকে আরও আকর্ষণীয় করে তুলতে সবকটি দিয়াস্তম্ভে মেটালিক ইলুমিনেটিং ল্যাম্প বসানো হচ্ছে।
মন্দির প্রাঙ্গণে সন্ধ্যেবেলায় জগন্নাথদেব এবং সমুদ্রকে সামনে রেখে নৈসর্গিক পরিবেশ উপভোগ করতে চান অনেকে। মেটালিক ইলুমিনেটিং ল্যাম্প বাড়তি মেজাজ তৈরি করে। সন্ধ্যার পর জগন্নাথ মন্দিরে মানুষের ভিড় বাড়ছে। ট্রেন, বাস, প্রাইভেট গাড়ি করে কাতারে কাতারে পুণ্যার্থীরা ভিড় করছেন।