Rath Yatra 2025: দিঘায় ১ কিমি পথজুড়ে রথের রশি, নবান্নে বৈঠকে সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী

মনে করা হচ্ছে, রথের দিন প্রায় ২ লক্ষ পুণ্যার্থী দীঘায় আসতে পারেন। এদিনের বৈঠকে তাঁদের সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি সকলেই যাতে জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন সেই ব্যবস্থাও করা হবে বলে জানা গিয়েছে। বিপুল জনসমাগম সামলাতে মুখ্যমন্ত্রী প্রশাসন, পুলিশ, দমকল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।

June 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: ২৬ জুন, অর্থাৎ রথযাত্রার আগের দিন দিঘায় (Digha) যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। দিঘায় রথযাত্রার আয়োজন নিয়ে বৃহস্পতিবার নবান্নে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

মনে করা হচ্ছে, রথের দিন প্রায় ২ লক্ষ পুণ্যার্থী দীঘায় আসতে পারেন। এদিনের বৈঠকে তাঁদের সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি সকলেই যাতে জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন সেই ব্যবস্থাও করা হবে বলে জানা গিয়েছে। বিপুল জনসমাগম সামলাতে মুখ্যমন্ত্রী প্রশাসন, পুলিশ, দমকল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।

মুখ‌্যমন্ত্রী জানিয়ে দেন, আমজনতা যাতে রথের রশি ছুঁতে পারেন তার জন‌্য দিঘার জগন্নাথ মন্দিরের সামনে রথ থেকে মাসির বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার দু’দিকে দু’টি রথের দড়ি থাকবে। ফলে রথ টানার সঙ্গে সঙ্গে মাসির বাড়ি পর্যন্ত যত দর্শনার্থী থাকবেন তাঁরা দড়ি ধরার সুযোগ পাবেন। মুখ‌্যমন্ত্রী দিঘায় ২৬ জুন বিকেলে পৌঁছে যাবেন। পরদিন রথের সামনের রাস্তা সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রথের রশিতে টান দেবেন।

চলতি বছর মহাকুম্ভে ভিড়ের চাপে একাধিক দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাই ‘ক্রাউড ম্যানেজমেন্ট’-এ বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার। যান নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা, নির্দিষ্ট সময়ে দড়ি টানার নির্দেশ, এবং সব রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সম্ভাব্য সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন ইসকনের রাধারমণ দাস, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ এবং অন্যান্য ধর্মীয় সংস্থার প্রতিনিধিরাও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen