দীঘার রথযাত্রা হবে সকলের, শ্রীক্ষেত্রের সঙ্গে ফারাক কোথায়?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৫৯: দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার পর থেকে সৈকত শহরে পর্যটকদের ভিড় বাড়ছে। আসন্ন রথযাত্রায় ভিড় উপচে পড়বে বলেই আশা সকলের। দীঘা ও পুরী, দুই জায়গাতেই ভক্তদের ঢল নামবে কিন্তু দুই জায়গার রথের ফারাক কোথায়?
উদ্বোধনের পর থেকেই পুরীকে রীতিমতো টেক্কা দিতে শুরু করেছে দীঘার জগন্নাথ মন্দির। শোনা যাচ্ছে, রথযাত্রার নিয়ম নিয়ে নির্দেশ এসেছে পুরী থেকে। রথযাত্রার ক্ষেত্রে কি কোনও ফারাক আছে?
দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে বৈষ্ণব রীতি মেনে। পুরীতে আলাদা মন্ত্রোচ্চারণ হয়। পুরীর শঙ্করাচার্যের নিয়ম অনুযায়ীই রথযাত্রা পালিত হবে।
পুরীর জগন্নাথ মন্দিরে প্রাচীণ প্রথা অনুযায়ী, হিন্দু ছাড়া অন্য কোনও ধর্মের মানুষকে জগন্নাথধামে প্রবেশ করতে দেওয়া হয় না। পুরীর রথযাত্রাতেও অন্য ধর্মের কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। বলাবাহুল্য, এবারেও হবে না। দীঘার মন্দিরে জাত-ধর্ম নির্বিশেষে সকল ভক্ত পুজো দিতে আসতে পারেন। রথযাত্রার অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রেও ধর্মের ভেদাভেদ থাকবে না দীঘার রথযাত্রায়।