বাকি মাত্র ৫ দিন! এনুমারেশনে নজির বাংলার, ফর্ম ডিজিটাইজেশনে সবার পিছনে যোগী রাজ্য

December 6, 2025 | 2 min read
Published by: Proteem Basak

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৫: হাতে আর মাত্র পাঁচ দিন। আগামী ১১ ডিসেম্বর শেষ হতে চলেছে ভোটার তালিকার এনুমারেশন (Enumeration) বা তথ্য যাচাইয়ের প্রক্রিয়া। এই সময়সীমার মধ্যেই নির্বাচন কমিশন সূত্রে উঠে এল স্বস্তির খবর। এনুমারেশনের কাজে প্রায় ফিনিশিং লাইনে পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal)। ফর্ম বিলি ও ডিজিটাইজেশনের কাজে দেশের অন্যতম শীর্ষস্থানে বাংলা। অন্যদিকে, এই তালিকায় সবথেকে পিছিয়ে রয়েছে যোগী রাজ্যউত্তরপ্রদেশ (Uttar Pradesh)।

দেশ জুড়ে পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR)-এর কাজ। নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশ অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম (Enumeration form) কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে। শনিবার দুপুরে নির্বাচন কমিশন যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে দেশে এখনও পর্যন্ত ৫০ কোটি ৯৩ লক্ষের বেশি ফর্ম বিলি করা হয়েছে এবং এর মধ্যে ৪৯ কোটি ফর্মের তথ্য ডিজিটাইজ করা সম্পন্ন হয়েছে।

কমিশনের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে এনুমারেশন ফর্ম বিলির কাজ প্রায় ১০০ শতাংশের দোরগোড়ায়। রাজ্যে এখনও পর্যন্ত ৯৯.৯৭ শতাংশ, অর্থাৎ ৭ কোটি ৬৬ লক্ষ ১৬ হাজার ৮৪০টি ফর্ম ভোটারদের হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্যে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। সেই হিসেবে আর মাত্র ২০ হাজার ভোটারের কাছে ফর্ম পৌঁছনো বাকি। পাশাপাশি, রাজ্যে ফর্ম ডিজিটাইজেশনের কাজ হয়েছে ৯৯.৪৩ শতাংশ। অর্থাৎ মাত্র ০.৫৭ শতাংশ ফর্ম ডিজিটাইজ করা বাকি রয়েছে। শেষ কয়েক দিনে এই সামান্য কাজটুকুও সম্পূর্ণ হয়ে যাবে বলে আশাবাদী কমিশন।

বাংলার পাশাপাশি লাক্ষাদ্বীপ, রাজস্থান, গোয়া এবং আন্দামান ও নিকোবরে ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। এর মধ্যে রাজস্থান এবং লাক্ষাদ্বীপ ফর্ম ডিজিটাইজেশনের কাজেও ১০০ শতাংশ সাফল্য পেয়েছে। কেরল, তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ের মতো রাজ্যগুলিতেও ৯৯ শতাংশের বেশি ফর্ম বিলি হয়েছে।

তবে উল্টো ছবি যোগী রাজ্য উত্তরপ্রদেশে। সেখানে ফর্ম বিলির কাজ এগোলেও, তথ্যের ডিজিটাইজেশনে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে তারা। কমিশনের তথ্য বলছে, উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মাত্র ৯৪.০৪ শতাংশ ফর্মের ডিজিটাইজেশন হয়েছে, যা সংশ্লিষ্ট রাজ্যগুলির মধ্যে সর্বনিম্ন। হাতে থাকা শেষ পাঁচ দিনে বাকি কাজ শেষ করতে এখন সব রাজ্যই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen