BJP-র গুরুত্বপূর্ণ কোর কমিটির বৈঠকে ফের ব্রাত্য দিলীপ, কারণ নিয়ে রাজনৈতিক মহলে চলছে চর্চা

October 25, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০৯: শুক্রবার সন্ধ্যায় সল্টলেকে দলীয় দপ্তরে বঙ্গ বিজেপি’র কোর কমিটির বৈঠক বসে। সেখানে শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কলকাতায় থাকা কোর কমিটির সিংহভাগ সদস্যই ছিলেন। কিন্তু এবারও ডাক পেলেন না দিলীপ ঘোষ। যা নিয়ে ছাব্বিশের নির্বাচনের আগে শুরু হয়েছে জল্পনা। এই বৈঠকে উপস্থিত ছিলেন, বৈঠকে উপস্থিত ছিলেন বঙ্গ দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, সহকারী নির্বাচনী পর্যবেক্ষক বিপ্লব দেব, পর্যবেক্ষক অমিত মালব্য প্রমুখ। বৈঠকে যোগ দেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও।

এদিকে, শমীক রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর চার মাস কেটে গিয়েছে। ৫। কিন্তু এখনও নতুন রাজ্য কমিটি ঘোষণা হয়নি। এই নিয়ে চর্চার মধ্যেই এদিন আরএসএসের নেতৃত্বের সঙ্গে একটি বৈঠকও করেন ভূপেন্দ্র যাদব। আরএসএসের সদর দপ্তর কেশব ভবনে এই বৈঠকটিতে নতুন রাজ্য কমিটি নিয়ে আলোচনায় দিলীপ প্রসঙ্গও ওঠে বলে খবর। অন্যদিকে, দলের বৈঠকে কলকাতা ও লাগোয়া বিধানসভার আসন নিয়ে এদিন আলোচনায় সাংগঠনিক পরিস্থিতি নিয়ে কার্যত হতাশা প্রকাশ করেছেন ভূপেন্দ্র যাদব।

সূত্রের খবর, উত্তর ও দক্ষিণ কলকাতা, দমদম, যাদবপুর-দলের এই চারটি সাংগঠনিক জেলার ২৮টি বিধানসভা আসনের পরিস্থিতি নিয়ে পূর্ণাঙ্গ ম্যাপিং করা হবে। তার উপর ভিত্তি করে কলকাতা ও শহরতলির এই অংশে ভোটের রণকৌশল সাজাবে বিজেপি। শুক্রবার বিজেপির সল্টলেক দপ্তরে বৈঠকে বসেন নেতৃত্ব। কলকাতা ও লাগোয়া এলাকার ২৮টি বিধানসভা কেন্দ্রের ভোট ম্যাপিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen