দিলীপ-শুভেন্দুর যৌথ সভায় হল না ভিড়, চিন্তায় বিজেপি
দুই হেভিওয়েট বিজেপি নেতার সভায় যা জনসমাগম হয়েছিল, তা প্রত্যাশার থেকে অনেকটাই কম

ঝাড়গ্রামের সভা থেকে তৃণমূল সরকারের তুমুল সমালোচনা করলেন দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর। কিন্তু দুজনের প্রথম জঙ্গলমহলের যৌথ সভায় ভিড় তেমন হল না। যা চিন্তায় রাখছে বিজেপিকে।
শুভেন্দু-দিলীপদের গলায় মেদিনীপুরে বিজেপির একাধিপত্য গড়ে তোলার আশ্বাস দিলেও এদিন কার্যত ধাক্কা খেয়েছে জঙ্গলমহলে শুভেন্দু-দিলীপের যৌথ সভা। দুই হেভিওয়েট বিজেপি নেতার সভায় যা জনসমাগম হয়েছিল, তা প্রত্যাশার থেকে অনেকটাই কম। তৃণমূলের দাবি, মাত্র হাজার-বারোশো মানুষ হয়েছিল এদিনের সভায়।
গোপীবল্লভপুর ২ ব্লকে এই সভার নাম ছিল ‘যোগদান মেলা’। কিন্তু তেমন কোনও যোগদানই এদিন হয়ে ওঠেনি। তবে, এদিন শুভেন্দু দিলীপ একসঙ্গে বেশি সময় কাটাননি। আগে বক্তব্য রেখে দিলীপের বক্তব্য শুরু হওয়ার আগেই চলে যান। দিলীপ ঘোষ অবশ্য জানান, অন্য কর্মসূচির জন্য চলে যেতে হয়েছে শুভেন্দুকে।