লোকসভা ভোটে BJP-র চরম ব্যর্থতার দায় কার? বিস্ফোরক ‘সব পদ হারানো’ দিলীপ ঘোষ

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে চরম বিপর্যয়ে জেরবার গেরুয়া শিবির।

June 6, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে চরম বিপর্যয়ে জেরবার গেরুয়া শিবির। বিদ্রোহের আগুনে পুড়ছে বঙ্গ বিজেপি। চরম ব্যর্থতার দায় কার? সাংগঠনিক অদক্ষতা? গোষ্ঠী কোন্দল? নাকি চক্রান্ত? ভোটে শোচনীয় পরাজয়ের পর একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন বিজপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বুধবার দিলীপ ঘোষ সরাসরি শুভেন্দু- সুকান্তর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। এদিন সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে দিলীপ ঘোষকে বলেন, ‘আমরা ২০২১ পর্যন্ত এগিয়েছিলাম। লড়াই করেছি। ২৫০ কর্মীর বলিদানে ১৮ সাংসদ, ৭৭ এমএলএ পেয়েছিলাম। কিন্তু যে কোনও কারণে হোক, ওখানেই আমাদের পার্টির গ্রোথ আটকে গিয়েছে।’

মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরে টিকিট দেওয়া হয়েছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। ফলে বর্ধমান-দুর্গাপুর আসনে ১,৩৭,৫৬৪ ভোটে পরাজিত হন দিলীপ। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘এই সিদ্ধান্ত ঠিক না ভুল, তা মানুষ বলবে। তবে আমি নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করেছি। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি চলতেই থাকে।’ কিন্তু কার কাঠিবাজি? দিলীপ ঘোষের সংযোজন, ‘রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘোরে।’

দলের ব্যর্থতার প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, ‘ভোটে হার জিত আছে। কিন্তু পশ্চিমবঙ্গে সংগঠন শুয়ে পড়েছে। কর্মীরা বেরোননি। কোথাও বড় ফাঁক থেকে গিয়েছে। লড়াই সেভাবে হয়নি। যাঁরা পার্টির নীতি নির্ধারণ করেন, তাঁদের দেখতে হবে ব্যক্তিগত রেষারেষি, কিংবা ভুল সিদ্ধান্তের জন্য হাজার হাজার কর্মী হতাশ না হয়ে পড়েন। তাহলে মানুষ বিজেপির প্রতি আস্থা হারাবে।’

প্রসঙ্গত, ২০২১-র বিধানসভা ভোটে দলের পরাজয়ের পর দিলীপবাবুকে সরিয়ে রাজ্য সভাপতি পদে বসেন সুকান্ত মজুমদার। তার আগে দলের রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) পদে ছিলেন অমিতাভ চক্রবর্তী। বিজেপি সূত্রের খবর, রাজ্য সভাপতিকে এড়িয়ে বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা করেই সব সাংগঠনিক সিদ্ধান্ত নিতেন অমিতাভবাবু। বঙ্গ বিজেপির চরম বিপর্যয়ের পিছনে সাংগঠনিক ব্যর্থতাকে দায়ী করেছেন বিষ্ণুপুর কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। নাম না করে শুভেন্দু-সুকান্তর দিকে তাঁর অভিযোগ, অনভিজ্ঞ কিছু লোককে পার্টিতে বড় পদ পাইয়ে দেওয়ার খেসারত দিতে হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen