কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ফের ভিড়ে ঠাসা সভা দিলীপের

করোনা বিধি উলঙ্ঘন করে সভা করছেন এই বিজেপি নেতারা।

April 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আবার কলকাতা হাইকোর্ট এবং নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ভিড়ে ঠাসা সভা করে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ।

দিন কয়েক আগেই তৃণমূলের সাংবাদিক বৈঠকে বিজেপির জনসভার দুটি ছবি এবং দুটি ভিডিও দেখানো হয়। ছবি এবং ভিডিওতে দেখা যায় বহু মানুষ নিয়ে সভা করছেন দিলীপ ঘোষ। অন্য ভিডিওতে হেলিকপ্টার থেকে নামছেন মিঠুন চক্রবর্তী। সেখানেও বহু মানুষের সমাগম। দুটি সভাই উত্তরবঙ্গের। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে দিলীপ ঘোষ এবং মিঠুন চক্রবর্তীর কড়া শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল।

করোনা পরিস্থিতি মাথায় রেখে যেখানে ৫০০ জনের বেশি মানুষ নিয়ে সভা করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন, সেখানে এই বিজেপি নেতারা এতো মানুষ নিয়ে জনসভা কেন করছেন সেই প্রশ্ন তোলেন তৃণমূল নেতারা। মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলার জন্যে এই নেতাদের কড়া শাস্তির দাবিও জানায় রাজ্যের শাসক দল।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবার দিলীপ ঘোষের সিউড়ির জনসভার ছবি প্রকাশ্যে আসে। যেখানে কোভিড বিধি উলঙ্ঘন করে বহু মানুষ জমায়েত করেছে। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খোদ বিজেপির রাজ্য সভাপতি।

করোনা বিধি উলঙ্ঘন করে সভা করছেন এই বিজেপি নেতারা। মানুষের জীবনের বিনিময়ে। হাইকোর্ট, নির্বাচন কমিশনের নিয়মকেও তোয়াক্কা করা হচ্ছে না। আর তাতে লজ্জিত না হয়ে সেইসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।

এই ঘটনা থেকে এটা স্পষ্ট যে আইন, শৃঙ্খলাকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে বঙ্গ বিজেপি। আর ধৃতরাষ্ট্রের ভূমিকায় নির্বাচন কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen