রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ, এবার নিশানায় শাহী মন্ত্রকের বিএসএফ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৩: অনুপ্রবেশ ইস্যুতে ফের বিস্ফোরক বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার সরাসরি শাহী মন্ত্রকের অধীন বাহিনী বিএসএফের (BSF) উপর চাপালেন তিনি। তাঁর দাবি, টাকা নিয়ে রাজ্য পুলিশের মতো সীমান্তরক্ষী বাহিনীও বাংলাদেশিদের (Bangladeshi) দেশে ঢুকতে দেয়। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে (Swarupnagar) শুক্রবার কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
স্বরূপনগরের মেদিয়াবাজারে কর্মী-সমর্থকদের সঙ্গে আড্ডা, গল্প এবং মাছ ধরার ফাঁকে অনুপ্রবেশ প্রসঙ্গে প্রশ্ন উঠতেই দিলীপের স্পষ্ট মন্তব্য, দায় শুধু এক সংস্থার নয়। তিনি বলেন, “দায়ভার উভয় পক্ষেরই। পুলিশ আর বিএসএফ পয়সার জন্য এ সব করে। সাধারণ মানুষেরও কি দায় নেই?” তাঁর কথায়, যাঁদের জন্য এই সমস্যা তৈরি, তাঁদের ঢোকার দায় সবার।
এসআইআর (SIR) শুরু হওয়ার পরে স্বরূপনগর, হাকিমপুর-সহ সীমান্ত এলাকার নানা জায়গায় অবৈধ ভাবে ভারতে ঢুকে থাকা বাংলাদেশিদের (Bangladeshi) ফেরার চেষ্টা ধরা পড়ছে। দিলীপের দাবি, এত দিন ধরেই অবৈধভাবে এ দেশে থাকা অনেকে এখন সীমান্ত পার হওয়ার চেষ্টা করছেন, আর তার পিছনে স্থানীয় পুলিশ এবং বিএসএফ দু’পক্ষেরই গাফিলতি রয়েছে।
আগেও এসআইআর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ। বৃহস্পতিবার তিনি বলেছিলেন, বিএসএফের উচিত ভারতের সমস্ত সীমান্ত চেকপোস্ট খুলে দেওয়া। তাঁর যুক্তি, বাংলাদেশে ফেরত যাওয়া সকলকেই সেখানে রেখে আসা উচিত, আর এখানে আর ঢুকতে দেওয়া যাবে না। তিনি এটাকে বাংলার জনসংখ্যা “দশ–বিশ লক্ষ কমানোর সুযোগ” হিসেবেও উল্লেখ করেছিলেন। এর পর শুক্রবার ফের বিএসএফকে দোষারোপ করে তাঁর বক্তব্যকে ঘিরে নতুন চর্চা শুরু হয়েছে।
দিলীপ ঘোষ (Dilip Ghosh) সাধারণত এই সমালোচনার বিরোধিতা করেন। তাঁর দাবি থাকে, রাজ্য সরকার নিজেদের ব্যর্থতা লুকোতে বিএসএফকে (BSF) দোষ দেয়। কিন্তু এবার তিনিই সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। দলের ভেতরেও তাই তাঁর মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে দেখা হচ্ছে।