শুভেন্দু, সৌমিত্রদের আক্রমণ! দিলীপের পাশে দাঁড়ালেন পদ্ম পার্টির কারা?

বিজেপি বিধায়ক অসীম সরকার, সাংসদ খগেন মুর্মু, দলের নেত্রী ফাল্গুনী পাত্ররা দিলীপের পাশে দাঁড়িয়েছেন।

May 2, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জগন্নাথ মন্দির দর্শন এবং দিলীপ ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের পর বঙ্গ বিজেপি অন্দরে কার্যত আগুন লেগেছে। রীতিমতো লঙ্কাকাণ্ড! দলেরই একের পর এক বিজেপি নেতা দিলীপকে নিশানা করেই যাচ্ছেন। এই আবহে দিলীপ ঘোষ কি নিঃসঙ্গ? বিজেপির কেউ কেউ দিলীপের পাশে রয়েছেন। তাঁদের সংখ্যা একেবারে নগণ্য! বিজেপি বিধায়ক অসীম সরকার, সাংসদ খগেন মুর্মু, দলের নেত্রী ফাল্গুনী পাত্ররা দিলীপের পাশে দাঁড়িয়েছেন।

দিলীপের মন্দির দর্শন সম্পর্কে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, দিলীপের কাজ দল অনুমোদন করে না। সৌমিত্র খাঁ বলেন, “একজন ত্যাগী থেকে কীভাবে ভোগী হতে হয়, তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু।” কৌস্তভ বাগচী, তরুণজ্যোতি তিওয়ারির মতো নেতারাও খোঁচা দিয়েছেন। শুভেন্দু অধিকারী সরাসরি দিলীপ প্রসঙ্গে না বললেও খোঁচা দিতে ছাড়েননি।

উল্টো সুর বিজেপি বিধায়ক অসীম সরকারের গলায়। তিনি বলেন, “দিলীপ ঘোষ পরবর্তীতে কী পদক্ষেপ করতেন, তা দেখে মন্তব্য করা উচিত ছিল। দিলীপ ঘোষ ওতো কাঁচা রাজনীতিবিদ নন। হয়তো বৌদি বলেছিলেন, দীঘায় এবার আমরা হানিমুনটা করি। দিলীপদা দেখলেন, এক কাজে দুই কাজ হবে, মুখ্যমন্ত্রীও আমাদের নিমন্ত্রণ করেছেন, তাহলে জগন্নাথ প্রভুর দর্শনও হবে, হানিমুনও হয়ে যাচ্ছে।”

বিজেপি-র মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্রের মতে, মন্দির দর্শনে কোনও অস্বাভাবিকত্ব নেই। দিলীপ ঘোষ এমএলএ ছিলেন, এমপি ছিলেন, কেবল রাজ্যের নন, কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, সেটা তো স্বাভাবিক। বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, তাঁর কিছুই অস্বাভাবিক লাগছে না। তিনি সাধুবাদ জানান। মন্দিরে সারা বিশ্ব থেকে মানুষ আসবে। দীঘা গেলে তিনিও নিশ্চয়ই মন্দিরে যাবেন।

দিলীপের পাশে দাঁড়িয়েছেন তাঁর বিরোধী শিবিরের নেতা কুণাল ঘোষ ও। তৃণমূল নেতার কথায়, সবাই দিলীপবাবুকে ব্যক্তিগত আক্রমণ করছেন। মুখ্যমন্ত্রীর তরফে সৌজন্য দেখানো হয়েছে, দিলীপবাবুও সেই সৌজন্য দেখিয়েছেন। তার জন্য বিজেপি অন্দরে লঙ্কাকাণ্ড বেঁধে যাবে, তা কে জানে!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen