মোদীর সভায় ডাক পেলেন না দিলীপ ঘোষ?
রিঙ্কুকে বিয়ে থেকে জগন্নাথ মন্দিরে গিয়ে মমতার সঙ্গে সাক্ষাৎ, লাগাতার একের পর এক কাজে বঙ্গ বিজেপির নেতাদের বিরাগভাজন হয়েছেন দিলীপ ঘোষ।
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০০: বছর ঘুরলেই বিধানসভা ভোট তাঁর আগে দিলীপ ঘোষকে ছেঁটেই ফেলল বিজেপি? আলিপুরদুয়ারে আজ নরেন্দ্র মোদীর সভায় স্টেজে দেখা গেল না তাঁকে। তিনি কী আদৌ সেই সভায় ডাক পেয়েছিলেন – প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
রিঙ্কুকে বিয়ে থেকে জগন্নাথ মন্দিরে গিয়ে মমতার সঙ্গে সাক্ষাৎ, লাগাতার একের পর এক কাজে বঙ্গ বিজেপির নেতাদের বিরাগভাজন হয়েছেন দিলীপ ঘোষ। শোনা যায়, দিল্লির নেতৃত্ব ও আরএসএসের কর্তাব্যক্তিদের নিষেধ অগ্রাহ্য করে বিয়ে করেন দিলীপ। মমতার আমন্ত্রণ রক্ষা করে দীঘায় জগন্নাথ মন্দিরে যান। শুরু হয় দলীয় আক্রমণ। পাল্টা দিলীপও হুঙ্কার ছাড়েন। নিশানা করেন সৌমিত্র খাঁ, শুভেন্দুদের। বিজেপির দলবদলু তৎকাল গোষ্ঠীকে কার্যত তোপ দাগেন। অন্যদিকে, দলে কোণঠাসা হয়ে পড়েন দিলীপ। দলীয় কর্মসূচিতে তাঁকে ডাকা বন্ধ করে বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবির। এবার মোদীর সভাতেও ডাক পেলেন না তিনি। তবে কি বিজেপিতে আরও একঘরে হয়ে পড়লেন দিলীপ?
বর্তমানে দলের কোনওরকম পদে নেই বঙ্গ BJP-র সফলতম সভাপতি। তিনি জনপ্রতিনিধিও নন। দলের অন্দরের খবর, শুভেন্দু অধিকারীই লোকসভা ভোটের সময় নাকি দিলীপের কেন্দ্র বদল করিয়েছেন। মেদিনীপুর থেকে বর্ধমান-দুর্গাপুরে লড়তে গিয়ে হারেন দিলীপ। আরও গুরুত্বহীন হয়ে পড়েন দলে। জগন্নাথ মন্দিরে যাওয়া তাঁকে আরও নিঃসঙ্গ করে তুলেছে দলে। তার উপর ক্ষিপ্ত হয়েছেন কেন্দ্রীয় নেতারাও। সেই কারণেই কি মোদীর সভায় ডাক পেলেন না তিনি, নাকি অন্য কোনো কারণ?