‘দিলীপ ঘোষ সেলেবেল নয়’- কেন বলতে হচ্ছে BJP-র প্রাক্তন রাজ্য সভাপতিকে?
দিলীপ বলেন, “বাজারে যার দাম থাকে তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে? তারা রাস্তায় পড়ে থাকে। দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০১: বিগত কয়েক দিন ধরেই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের ‘দলবদল’ নিয়ে চর্চা হচ্ছিল। এ খবরও রটে গেছিল যে, বঙ্গ গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর এতটাই দূরত্ব তৈরি হয়েছে যে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন। এমনকী ২১ জুলাইয়ের মঞ্চেও নাকি তাঁকে দেখা যেতে পারে! এসব জল্পনা যখন চলছে ঠিক তার মাঝেই মঙ্গলবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন দিলীপ।

দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে ‘শুভেচ্ছা জানাতে’ দিলীপ যে মঙ্গলবার রাজ্য দপ্তরে যাবেন, সে কথা দিলীপের অনুগামীরা সোমবার রাত থেকেই জানাতে শুরু করেছিলেন। মঙ্গলবার বিকেলে সে দৃশ্যের সাক্ষী থাকতে প্রত্যাশিত ভাবেই অনেক বিজেপি কর্মী ভিড় জমিয়েছিলেন বিধাননগর সেক্টর ফাইভের দপ্তরে। জয়ধ্বনির মধ্যে দিয়েই দলীয় দপ্তরে প্রবেশ করলেন দিলীপ। উত্তরীয় এবং ফ্রেমে বাঁধানো দলীয় প্রতীকের ছবি দিয়ে প্রাক্তন সভাপতি সংবর্ধনা জানালেন নতুন সভাপতিকে।
প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতির মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয়। সেখান থেকে বেরিয়ে ‘ঝোড়ো’ ব্যাটিং করলেন দিলীপ। বললেন, “দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে। যাদের দাম থাকে তাঁদের নিয়েই জল্পনা হয়। যাঁদের দাম নেই তারা রাস্তায় গড়াগড়ি খায়।”
দিন কয়েক আগে দিলীপ ঘোষের দলবদল নিয়ে শমীক বলেছিলেন, “দিলীপ ঘোষ সেলেবল নন।” সেই প্রসঙ্গ টেনে এদিন দিলীপ বলেন, “বাজারে যার দাম থাকে তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে? তারা রাস্তায় পড়ে থাকে। দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে। দিলীপ ঘোষ সেলেবেল নয়।”