দিলীপ আউট, বঙ্গ বিজেপি পেল নতুন সভাপতি
পদ খোয়ালেন দিলীপ ঘোষ।
September 20, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

পদ খোয়ালেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির নতুন সভাপতি হলেন সুকান্ত মজুমদার।
শেষ পর্যন্ত জল্পনার অবসান ঘটল। পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দিল বিজেপি। তাঁর জায়গায় নতুন সভাপতি হচ্ছেন সুকান্ত মজুমদার। সুকান্ত বালুরঘাটের বিজেপি সাংসদ। সোমবার রাজ্য বিজেপি-র এই সাংগঠনিক বদলের কথা ঘোষণা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

২০২১শের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দিলীপের চেয়ার ছিল টালমাটাল অবস্থায়। তারপর একে একে বিধায়করা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তাঁর রাজ্যসভাপতির পদ থেকে সরে যাওয়াটা ছিল সময়ের অপেক্ষা। শেষমেশ বাবুল সুপ্রিয়র সঙ্গে তাঁর বাদানুবাদের পর বাবুলের তৃণমূলে যোগ দেওয়াটাই দিলীপের কফিনে শেষ পেরেক বলে মনে করছেন অনেকেই।