বাংলায় বিজেপি ক্ষমতায় এলে জঙ্গলরাজ খতম হবে: দিলীপ

July 11, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

উত্তরপ্রদেশে মাফিয়া ডন বিকাশ দুবের এনকাউন্টারকে সমর্থন করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে,‘জঙ্গলরাজ কীভাবে সাফ করতে হয় তা দেখিয়ে দিচ্ছে উত্তরপ্রদেশ। দুষ্কৃতী দমনের পথ চেনাচ্ছে বিহার ও উত্তরপ্রদেশ৷ বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এর ব্যতিক্রম হবে না৷’

কংগ্রেস, সমাজবাদী পার্টি থেকে শুরু করে বিজেপি-বিরোধী একাধিক রাজনৈতিক দল এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনার নিরপেক্ষ তদন্তও দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক দল।

তবে উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকায় খুশি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘জঙ্গলরাজ কীভাবে সাফ করতে হয় তা দেখাচ্ছে উত্তরপ্রদেশ৷’ তৃণমূলও উত্তরপ্রদেশে বিকাশের এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছে৷ এভাবে এনকাউন্টারে দুষ্কৃতী দমন সমর্থন করেননি তৃণমূলের একাধিক নেতা৷

তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের মতে, ‘পুলিশ আদালতে বিকাশ দুবেকে তুলে দিতে পারত। আইনের পথেই শাস্তি হত বিকাশ দুবের। সেটাই সঠিক হত। আদালত যে শাস্তি নির্ধারণ করত, সেটাই বিকাশ দুবের সঠিক পরিণতি হত। এভাবে কাউকে ইচ্ছাকৃত মেরে ফেলা সংবিধানসম্মত নয়৷’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen