দিলীপের দাবি, ‘করোনা চলে গিয়েছে’, বিদ্রুপ নেটদুনিয়ায়

September 12, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা সংক্রমণের বাড়বাড়ন্তে দেশজুড়ে ত্রাহিরব। গোটা বিশ্বে রেকর্ড গড়ে দৈনিক ১ লক্ষ সংক্রমণ ছোঁয়ার পথে দেশ। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। সেখানেও দৈনিক সংক্রমণের সংখ্যা নিয়ম করে ৩,০০০ ছাড়াচ্ছে। এমন সময় প্রকাশ্যে এল দিলীপ ঘোষের এক ভিডিয়ো ক্লিপিং। গত বুধবারের ওই ক্লিপিংয়ে দিলীপবাবুকে বলতে শোনা যাচ্ছে ‘করোনা চলে গিয়েছে।’

বুধবার হুগলির ধনেখালিতে দিলীপ ঘোষ বলেন, ‘করোনা চলে গিয়েছে। কিন্তু দিদিমণি আমাদের সভা-মিছিল করতে দেবে না বলে লকডাউন করছেন। কিন্তু আমাদের কেউ আটকাতে পারবে না। যেখানে দাঁড়াবো সেখানেই সভা হবে।’

এরপরই বিদ্রুপে, ব্যাঙ্গে ছেয়ে যায় নেটদুনিয়া। বঙ্গ বিজেপির সভাপতিকে নিয়ে ভাইরাল হয় মিম, কৌতুকভরা পোস্ট। সরব হন বিশেষজ্ঞরা। দিলীপের কান্ডজ্ঞানহীনতা নিয়ে আওয়াজ তোলেন বিশিষ্টরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen