দিঘায় উদ্বোধন হওয়া জগন্নাথ ধাম সস্ত্রীক দর্শন করলেন দিলীপ ঘোষ, সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে

মুখ্যমন্ত্রীর এই জগন্নাথধাম কর্মসূচি বয়কট করে বুধবারই কাঁথিতে পাল্টা কর্মসূচির ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

April 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিলীপ ঘোষ মঙ্গলবার রাতেই জানিয়েছিলেন, সময় করতে পারলে তিনি দিঘায় যাবেন। রাজ্য প্রশাসনের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেখা গেল বুধবার দিঘায় উদ্বোধন হওয়া জগন্নাথ ধাম সস্ত্রীক দর্শন করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

মুখ্যমন্ত্রীর এই জগন্নাথধাম কর্মসূচি বয়কট করে বুধবারই কাঁথিতে পাল্টা কর্মসূচির ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য প্রশাসন প্রথমে অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কাঁথিতে শুভেন্দু ‘সনাতনী সমাবেশ’ করেছেন। সেই কাঁথি পেরিয়েই দিঘা যান দিলীপ। তবে ‘সনাতনী সমাবেশে’ যাননি।

জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন আনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির বিধায়করাও। আমন্ত্রিত ছিলেন রাজ্যের বিজেপি সাংসদেরাও। আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও।

কিন্তু দিলীপ বাদে বিজেপির কেউ যাননি। তিনি তবে কেন যাচ্ছেন? জবাবে দিলীপ হাল্কাচ্ছলে বলেন, দিলীপ ঘোষ অলওয়েজ স্পেশাল।

তিনি ছাড়া বিজেপির বাকি নেতা-নেত্রীরা বাকিরা কেন জগন্নাথ ধাম পরিদর্শনে গেলেন না? দলের কি বারণ ছিল। দিলীপ বলেন, বাকিরা কেন যাননি বলতে পারব না। দিলীপ জানান, দলের তরফে কোনও বাঁধা ছিল না। তাঁর কথায়, পার্টি না করলেও আমি দিঘায় জগন্নাথ ধাম দর্শনে আসতাম।

কাঁথিতে কেন থামলেন না? দিলীপ বললেন, ‘‘আমাকে তো সেখানে কেউ আমন্ত্রণ জানাননি। দিঘায় আমন্ত্রণ জানানো হয়েছে। শ্যামপুরেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই গিয়েছি।’’ দিলীপের যুক্তি, ‘‘অক্ষয় তৃতীয়ায় এ রকম অজস্র অনুষ্ঠান হচ্ছে। সব জায়গায় যাচ্ছি নাকি? যেখানে যেখানে আমন্ত্রণ পেয়েছি, সেখানেই যাচ্ছি।’’

জগন্নাথ মন্দির পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ। তাঁর পাশে দেখা যায় স্ত্রী রিঙ্কুকেও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen