সাংসদ পদ ছাড়তে ঠিক পদ্ধতি অনুসরণ করেছিলেন দীনেশ? প্রশ্ন তুলে চেয়ারম্যানকে চিঠি তৃণমূলের

রাজ্যসভা সূত্রে অবশ্য খবর, বেঙ্কাইয়া নাইডু ত্রিবেদীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন৷

February 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যসভায় দল ও সাংসদ পদ ছাড়তে গিয়ে কি রাজ্যসভার পদ্ধতি অনুসরণ করেননি দীনেশ ত্রিবেদী(Dinesh Trivedi)? সেই প্রশ্নই তুলছে তৃণমূল(TMC)।

তৃণমূল শিবির সূত্রে খবর, দীনেশের শিবির বদল নিয়ে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে(Venkaiah Naidu) চিঠি পাঠিয়ে প্রশ্ন তোলা হবে, বাজেট বিতর্কে বক্তব্য রাখার জন্য দলের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরেও কী ভাবে রাজ্যসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখার সুযোগ পেলেন দীনেশ? একই সঙ্গে জানতে চাওয়া হবে, এ রকম রাজনৈতিক ঘোষণার জন্য কী ভাবে সংসদের উচ্চকক্ষকে ব্যবহার করার অনুমতি পান কোনও সাংসদ? এই প্রশ্নের সদুত্তর পাওয়া না-গেলে আইনি পদক্ষেপ করার ভাবনাও রয়েছে তৃণমূলের অন্দরে। রাজ্যসভা সূত্রে অবশ্য খবর, বেঙ্কাইয়া নাইডু ত্রিবেদীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন৷

রাজ্যসভায় তৃণমূলের চিফ হুইপ সুখেন্দুশেখর রায়ের(Sukhendu Sekhar Ray) ব্যাখ্যা, ‘বাজেট বা কোনও ইস্যুতে বক্তব্য রাখার ক্ষেত্রে সংসদে প্রতিটি দলের সময় নির্দিষ্ট করা থাকে৷ কোনও ভাবেই তার অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয় না৷ আমাদের দলের তরফে আমি এবং আমাদের সতীর্থ সাংসদ আবীররঞ্জন বিশ্বাস আগেই বাজেটের উপরে বক্তব্য রেখেছিলাম। তার পরে দলের হাতে আর এক মিনিটও অতিরিক্ত সময় ছিল না৷ এই পরিস্থিতিতে দীনেশকে কী ভাবে বক্তব্য রাখার অনুমতি দেওয়া হল?’ সুখেন্দুর আরও প্রশ্ন, ‘দলের নিয়ম অনুযায়ী কাউকে বক্তব্য রাখতে হলে রাজ্যসভায় দলের নেতা ডেরেক বা আমার অনুমতি নিতে হতো, যা এই ক্ষেত্রে করা হয়নি৷ দলের তরফে কোনও অনুরোধও করা হয়নি। তা হলে কী ভাবে রাজ্যসভায় বলার সুযোগ পেলেন উনি?’ সুখেন্দুশেখর মনে করছেন, এ ভাবে পদ্ধতি অনুসরণ না-করে সংসদের পবিত্রতাকে কলঙ্কিত করেছেন প্রাক্তন রেলমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen