একান্নবর্তী পরিবারের “ভূত” দেখাবে ‘রাস’

ছাদে শুকোতে দেওয়া আচারের বয়াম এইসবের সাথেই যৌথ পরিবারের গল্প নিয়েই নিজের পরবর্তী ছবি ‘রাস’ নিয়ে আসছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়।

May 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৬: চারপাশে তাকিয়ে দেখুন, এমনকী নিজেদের দিকেও। ছোট পরিবার, নিউক্লিয়ার ফ্যমিলি, বাবা-মা দুজনেই কর্মরত, সন্তানদের পড়াশোনার ব্যস্ততা। এর মাঝে কারোর সঙ্গে দু’দণ্ড কথা বলা যায়না। কিন্তু পরিস্থিতি সবসময় এরকম ছিল না। উত্তর কলকাতার প্রাসাদ সমান বাড়ি, অলস দুপুর, কম কাজের চাপ, ছাদে শুকোতে দেওয়া আচারের বয়াম এইসবের সাথেই যৌথ পরিবারের গল্প নিয়েই নিজের পরবর্তী ছবি ‘রাস’ নিয়ে আসছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়।

ইতিমধ্যেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। জুটি বেঁধেছেন বিক্রম চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। মানিকপুরে জন্ম নেওয়া সোমনাথের (বিক্রম) কলকাতায় আসা, বেড়ে ওঠা ও ‘দেশের বাড়ি’তে ফেরার গল্প এই সিনেমায়। এখানেই এসে তার পরিচয় হয় স্কুল শিক্ষিকা রাইয়ের (দেবলীনা) সঙ্গে। যৌথ পরিবারের স্মৃতিই ফিরিয়ে আনবে তথাগত মুখোপাধ্যায়ের এই নতুন সিনেমা।

‘রাস’-এ বিভিন্ন চরিত্রে রয়েছেন অনসূয়া মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, রনজয় বিষ্ণু, সুদীপ মুখোপাধ্যায়, পারিজাত চৌধুরী, বিমল গিরি, দেবাশিস রায়রা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen