মেলবোর্নে ভরাডুবি! দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার টিম ইন্ডিয়ার

October 31, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪৬:  প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। ভিজে আউটফিল্ডের মাঝেও আজ পুরো ম্যাচটা একতরফা ছিল—একেবারে শুরু থেকেই ভারতের ব্যাটিং লাইন আপ বিপর্যস্ত। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মিচেল মার্শ, আর তাঁর ভরসার বোলার জশ হ্যাজলউড প্রথম স্পেলেই ভারতকে ধ্বংস করে দেন। শুভমন গিল, সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা—তিনজনকেই প্যাভিলিয়নে ফেরান তিনি। মাত্র ৫ ওভারে ৩ উইকেট তুলে নেওয়া হ্যাজলউড শেষ করেন ১৩ রানে ৩ উইকেট নিয়ে। নাথান এলিসও এক উইকেট নেন, ফলে পাওয়ারপ্লে শেষে ভারতের স্কোর ছিল ৪০/৪।

এরপর আর খুব একটা প্রতিরোধ গড়ে ওঠেনি। অক্ষর প্যাটেল দ্রুত ফিরলে স্কোর দাঁড়ায় ৪৯/৫। সেখান থেকে একাই লড়লেন অভিষেক শর্মা। দুরন্ত ৬৮ রানের ইনিংস খেলেন মাত্র ৩৭ বলে। সঙ্গ দিতে এগিয়ে এলেন তরুণ হর্ষিত রানা—৩৩ বলে ৩৫ রানে দলের স্কোর টেনে তুললেন ১২৫-এ। বাকি ব্যাটাররা কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বল হাতে কিছুটা উজ্জ্বল ছিলেন স্পিনাররা। বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব দুজনেই মার্শ ও হেডকে বিপাকে ফেলেছিলেন। কুলদীপের এক ওভারেই মার্শ ২০ রান নিয়ে ফেললেও শেষ বলেই আউট হন। কিন্তু পেসাররা ছন্দ খুঁজে পাননি। বুমরাহ মাঝে দারুণ কয়েকটা বল করলেও ধারাবাহিক হতে পারেননি। হর্ষিতও ছন্দ হারান, অতিরিক্ত বল দেন, ফলে পাওয়ারপ্লেতেই ৪ ওভারে ৪৯ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

শেষে বুমরাহর দুটি উইকেট কিছুটা ব্যবধান কমালেও ততক্ষণে ম্যাচ প্রায় শেষ। মাত্র ১৩.২ ওভারে ৬ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen