রাজ্যে সুস্থতার হার ৬৫.১২%, মৃত্যু হার ৩.৮৭%

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রকাশিত কোডিড ১৯ হেল্থ বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৪৮। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬০৬ জনের। ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে।

June 26, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। তবে আশার কথা, আক্রান্তদের বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন। ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪৭৫ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রকাশিত কোডিড ১৯ হেল্থ বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৪৮। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬০৬ জনের। ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। 

এ পর্যন্ত রাজ্যে ১০ হাজার ১৯০ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৮৮ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৬৫.১২ শতাংশ। মৃত্যুর হার ৩.৮৭ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা ৪ হাজার ৮৫২টি।

বৃহস্পতিবার প্রকাশিত রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, সবথেকে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতায়। সেখানে এখনও পর্যন্ত ৫ হাজার ১৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৫১ জনের। তারপরই রয়েছে উত্তর চব্বিশ পরগণা। সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩২৯ জন। ৯৩ জনের মৃত্যু হয়েছে। হাওড়ায় ২ হাজার ২৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮৫ জনের। হুগলিতে আক্রান্তের সংখ্য়া ৮৫২। মৃত্যু হয়েছে ১৯ জনের। দক্ষিণ চব্বিশ পরগণায় আক্রান্তের সংখ্যা ৮০৪। সেখানে করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় সংক্রামিতের সংখ্যা বেড়েছে। তবে আশার কথা, উত্তরবঙ্গে করোনা আক্রান্ত অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। বিশেষ করে কোচবিহারে সংক্রামিতদের বেশিরভাগই সুস্থ হয়েছেন। তবে মালদা ও শিলিগুড়ির করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen