Corona-র থেকেও ভয়াবহ মহামারীর জন্ম দেবে Disease X, সতর্কবার্তা বিজ্ঞানীর

এবার তিনিই আরও এক ভয়ানক ভাইরাসের ব্যাপারে সতর্ক করলেন।

January 5, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

Jean-Jacques Muyembe Tamfum. এই বিজ্ঞানীই সবার প্রথমে ইবোলা (Ebola) ভাইরাসের হদিশ দিয়েছিলেন। এবার তিনিই আরও এক ভয়ানক ভাইরাসের ব্যাপারে সতর্ক করলেন।  

Coronavirus-এর জন্য মহামারী পরিস্থিতি এখনও চলছে। এরই মধ্যে আরও এক বিপদের গন্ধ ছড়াচ্ছে। তাই সতর্ক করলেন সেই বিজ্ঞানী। তিনি জানিয়েছেন, করোনার থেকেও ভয়ানক ভাইরাস ছড়ানোর সম্ভাবনা রয়েছে অদূর ভবিষ্যতেই।

তিনি জানিয়েছেন, African tropical rainforests-এ বহু ভাইরাসের জন্ম হচ্ছে। সেইসব ভাইরাস একবার ছড়াতে শুরু করলে মানবজাতি ধ্বংসের মুখে পড়বে।  

Jean-Jacques Muyembe Tamfum বলছেন, করোনার পরই হানা দিতে পারে Disease X. COVID-19-এর থেকেও ভয়ানক ভাইরাস এটি। এই ভাইরাসের সংক্রমণ ছড়াবে আগুনের মতো।

Ebola virus-এর সংক্রমণ হার এক সময় চিন্তায় ফেলেছিল বিজ্ঞানীদের। Disease X তার থেকেও দশ গুণ শক্তিশালী ও সংক্রমক বলে আন্দাজ করা হচ্ছে  

Jean-Jacques Muyembe Tamfum জানিয়েছেন, কঙ্গোর ইংগেন্ডেতে এক মহিলার শরীরে কিছুদিন আগে Disease X-এ আক্রান্ত হওয়ার উপসর্গ ছিল। Hemorrhagic fever ছিল তাঁর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen