শ্রীভূমির পুজো মানেই নতুন চমক, এবার ‘ডিজনিল্যান্ড’
পুজো মানেই কচি-কাঁচাদের হইহই-হুল্লোড়।
October 13, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজো মানেই কচি-কাঁচাদের হইহই-হুল্লোড়। বাড়ির এই ছোট ছোট সদস্যদের ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ। সেই ছোটদের কথা মাথায় রেখেই এবার থিম তৈরি করেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তাদের এবারের থিম ‘ডিজনিল্যান্ড’।
শ্রীভূমির ডিজনিল্যান্ড নাকি সিনড্রেলার ডিজনিল্যান্ড? নেটপাড়ায় ভাইরাল ভিডিওটি আদতে কোন জায়গার?
এবছরও শ্রীভূমির দুর্গা সাজবেন সোনার অলঙ্কারে। চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জাও থাকছে। প্রতীক্ষা প্রায় শেষ। মহালয়া থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ। ইতিমধ্যেই ভার্চুয়ালি শ্রীভূমির পুজো উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ অক্টোবর এই পুজো মণ্ডপে আসবেন ব্রাজিলের ফুটবল তারকা রোনালডিনহো।