পাহাড়ে জিএনএলএফ-বিজেপি দূরত্ব বাড়ছে?

পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে আগেই কেন্দ্রীয় সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল জিএনএলএফ।

July 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে আগেই কেন্দ্রীয় সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল জিএনএলএফ। সোমবার আরও একধাপ এগিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কালো ঝান্ডা তোলা হল। পাহাড়ের দাবি না মেটা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ঝান্ডার পাশাপাশি এই কালো ঝান্ডাও উড়বে বলে ঘোষণা করেছেন দলের সভাপতি মন ঘিসিং।

শনিবার বিজেপির বিরুদ্ধে সুর চড়ান জিএনএলএফ প্রধান। ওইদিন তিনি বলেছিলেন, ২০২৫ সালের ৩ এপ্রিলের মধ্যে গোর্খাদের অসম্পূর্ণ দাবি পূরণ না হলে জোরদার আন্দোলন হবে। এদিন থেকেই সেই আন্দোলনে নামার আভাস দিল জিএনএলএফ। তারা দলীয় কার্যালয়ে কালো পতাকা তুলে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীদের বক্তব্য, ২০ বছরে পাহাড়ের জন্য বিজেপি কিছু করেনি। তাদের প্রতিশ্রুতির ভাড়ার শূন্য। অবিলম্বে পাহাড়ের মানুষের দাবি পূরণ না হলে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পাহাড়জুড়ে বৃহত্তর প্রতিবাদ আন্দোলনে নামা হবে। জিএনএলএফের মিডিয়া সেলের আহ্বায়ক দীনেশ রাই কালো ঝান্ডা গায়ে লাগিয়ে দলের কেন্দ্রীয় পার্টি অফিসে দলের সভাপতি মন ঘিসিংয়ের সামনেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন করেন।

এদিন দলের সভাপতি মন ঘিসিং দার্জিলিং , কার্শিয়াং , কালিম্পং এবং মিরিক শাখা কমিটি ও সভাপতিদের সঙ্গে বৈঠক করে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তৈরি করেন। দলের মুখপাত্র ওয়াই লামা বলেন, যশবন্ত সিনহা, এসএস আলুওয়ালিয়া, রাজু বিস্তা বিজেপির তিন সাংসদ চার বার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত গোর্খাদের দাবি পূরণ হয়নি। তাই কালো পতাকা ঝুলিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের উপর চাপ তৈরি করতে চাইছি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen