বিপর্যস্ত উত্তরবঙ্গ, সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬.২০: শনিবার রাত থেকে নাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ধস নেমে বন্ধ একাধিক রাস্তা। বাড়ছে মৃতের সংখ্যা। চলছে উদ্ধারকাজ। গোটা বিষয়ে নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমাজ মাধ্যমে পোস্ট করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু X হ্যান্ডেলে লেখেন, ‘পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সাফল্যের জন্য প্রার্থনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি দার্জিলিংয়ের পরিস্থিতির দিকে নজর রাখছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। কেন্দ্রের তরফ থেকে সব রকমের সহায়তা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মোদী।
টানা বৃষ্টিতে উত্তরের নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আটকে পড়েছেন বহু পর্যটক।
রবিবাসরীয় সকাল থেকে পরিস্থিতির দিকে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী। দুপুরে ভারচুয়াল বৈঠক করে সমস্ত খোঁজখবর নিয়েছেন। সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।